ডিসেম্বর ১, ২০২৫ ৭:০৪ পূর্বাহ্ণ

ইয়াবাসহ যুবক গ্রেফতার

১ হাজার পিস ইয়াবাসহ আসিকুর গ্রেফতার। ছবি: এনসিএন
১ হাজার পিস ইয়াবাসহ আসিকুর গ্রেফতার। ছবি: এনসিএন

বগুড়ায় ১ হাজার পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার বিকেলে শহরের কাঠালতলা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

২২ বছর বয়সী যুবকের নাম আসিকুর রহমান। তিনি পুরান বগুড়ার এলাকার আনোয়ার হোসেনের ছেলে।

এদিন বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আসিকুরকে গ্রেফতার করা হয়। আসিকুরের বাবা ও মা উভয়ে মাদক ব্যবসায় জড়িত ও একাধিক মাদক মামলার আসামি।

তিনি আরও জানান, আসিকুর ইয়াবাগুলো বিক্রির জন্য কাঁঠালতলা বাজারে এনেছিলেন। এসময় তাকে গ্রেফতার করা হয়। আসিকুরের বিরুদ্ধে প্রচলিত মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print