ডিসেম্বর ১, ২০২৫ ৭:১২ পূর্বাহ্ণ

বঙ্গবন্ধু-বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবলে মাদলা ইউনিয়ন চ্যাম্পিয়ন

বঙ্গবন্ধু-বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবলে মাদলা ইউনিয়ন চ্যাম্পিয়ন
বগুড়ার শাজাহানপুরে বঙ্গবন্ধু-বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবলে মাদলা ইউনিয়ন চ্যাম্পিয়ন। ছবি: এনসিএন

বগুড়ার শাজাহানপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেণ্টে ৪-৩ গোলে খোট্টাপাড়া ইউনিয়ন একাদশ কে হারিয়ে মাদলা ইউনিয়ন একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।

আজ শনিবার (২১ মে) বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে ডেমাজানী শ.ম.র উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।

এদিন ম্যাচ শেষে বিজয়ীদের মাঝে প্রধান অতিথি হিসেবে ক্রেস্ট তুলে দেন উপজেলা চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আহমেদ এর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ভিপি এম সুলতান আহম্মেদ, মহিলা ভাইস চেয়ারম্যান হেফাজত আরা মিরা, শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন। প্রধান শিক্ষক আব্দুল্লাহ্ আহমদ আল মুতী মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অংশ নেন আমরুল ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম বিমান, মাদলা ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান, খোট্টাপাড়া ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ্ আল ফারুক, ডেমাজানী শ.ম.র উচ্চ বিদ্যালয় সভাপতি আতাউর রহমান, ক্রীড়া শিক্ষক আব্দুল হালিম দুদু, অমল শাহা, মাসুদ রানা, শফিকুল ইসলাম, ইউপি সচিব রেজাউল করিম, সদস্য নজরুল ইসলাম নয়ন প্রমুখ।

এনসিএন/এমআর

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print