ডিসেম্বর ১, ২০২৫ ৭:৪৪ পূর্বাহ্ণ

চালের অবৈধ মজুদ করার অভিযোগে ৩ মিলে ৭২ হাজার টাকা জরিমানা

চালের অবৈধ মজুদ করার অভিযোগে ৩ মিলে ৭২ হাজার টাকা জরিমানা
চালের অবৈধ মজুদ করার অভিযোগে ৩ মিলে ৭২ হাজার টাকা জরিমানা। ছবি: এনসিএন

চালের অবৈধ মজুদ ঠেকাতে ও মূল্য নিয়ন্ত্রনে রাখতে বগুড়ার তিনটি মিলে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

বুধবার দুপুর একটা থেকে ৬টা পর্যন্ত সদর উপজেলার চারমাথা ও নামুজা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে অতিরিক্তি জেলা ম্যাজিস্ট্রেট সালাউদ্দিন আহমেদের উপস্থিতিতে তিন মিল মালিককে এক লাখ ৭২ হাজার টাকা জরিমানা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পলাশ চন্দ্র সরকার। এসময় মার্কেটিং অফিসার, খাদ্য অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ, জেলা পুলিশ ও এপিবিএন এর সদস্যরা উপস্থিত ছিলেন।

চালের বাজার স্থিতিশীল রাখতে বিভিন্ন মিলে অভিযান চালানো হয়। অভিযানে কৃষি বিপণন আইন-২০১৮ অনুযায়ী মেসার্স কিবরিয়া এগ্রো ইন্ডাস্ট্রিজকে অতিরিক্ত পণ্য মজুদ করায় ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া অতিরিক্ত পণ্য মজুদ রাখায় থ্রি স্টার অটোমেটিক রাইস মিলকে এক লাখ টাকা এবং আরো একটি রাইস মিলকে কৃষি বিপনন অধিদপ্তরের লাইসেন্স না থাকায় ২ হাজার টাকা জরিমানা করা হয়।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print