ডিসেম্বর ১, ২০২৫ ৭:৪৪ পূর্বাহ্ণ

বগুড়ায় জিয়াউর রহমানের ৪১তম শাহাদাৎ বার্ষিকী পালিত

জিয়াউর রহমানের ৪১তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়ার মাহফিল অনুষ্ঠিত
জিয়াউর রহমানের ৪১তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়ার মাহফিল অনুষ্ঠিত। ছবি: এনসিএন

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪১তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বগুড়া সদর উপজেলা বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (১ জুন) বগুড়া সদরের নিশিন্দারা ইউনিয়নের ঠেঙ্গামারা কেন্দ্রীয় জামে মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহম্মেদ খাঁন রুবেল বলেন, ‘জিয়াউর রহমান দেশের জন্য জীবন দিয়ে গেছেন। তাঁর স্ত্রী তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াও জনগনের সেবা করেছেন। তিনি আজ অসুস্থ্য। তার ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আজ অবৈধ সরকারের রোশানলে দেশের বাহিরে। তাই আপনারা জিয়াপরিবারের জন্য সবাই দোয়া করবেন।’

এসময় উপস্থিত ছিলেন বগুড়া সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডঃ সৈয়দ জহুরুল আলম, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান আতিক,বগুড়া সদর উপজেলা শ্রমিকদলের সভাপতি আমিনুর ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক, সাংগঠনিক সম্পাদক মামুন, গোকুল ইউনিয়ন বিএনপির সভাপতি ফেদৌস আলম পিলু, সাধারন সম্পাদক আইয়ুব খান, সাংগঠনিক সম্পাদক আসাদুল হক টুকু, নামুজা ইউনিয়ন বিএনপির সভাপতি আবু বকর সিদ্দিক মাষ্টার, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, সাংগঠনিক সম্পাদক সিদ্দিক, শাখারিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ছামছুল আলম মন্ডল, সাধারণ সম্পাদক হাসান জাহিদ হেলাল, সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান মাষ্টার, রাজাপুর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক জাহাঙ্গীর হোসেন, ফাঁপোর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক কামাল হোসেন, নিশিন্দার ইউনিয়ন বিএনপির আহবায়ক ও ইউপি চেয়ারম্যান সহিদুল ইসলাম সরকার,শেখেরেকোলা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক রাশেদুজ্জামান রকিব,সদর উপজেলা কৃষকদলের সদস্য সচিব এবিএম মিলন, যুগ্ম আহবায়ক জুয়েলসহ অনেকেই।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print