ডিসেম্বর ১, ২০২৫ ৭:৪৪ পূর্বাহ্ণ

মৎস্য চাষ উন্নয়নে সদর উপজেলার র‍্যালী

মৎস্য চাষ উন্নয়নে সদর উপজেলার র‍্যালী
মৎস্য চাষ উন্নয়নে সদর উপজেলার র‍্যালী। ছবি: এনসিএন

মঙ্গলবার বগুড়া সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার দপ্তর কর্তৃক আয়োজিত ২০২১-২২ অর্থ বছরে স্থায়ীত্বশীল মৎস্য চাষ উন্নয়ন ও মৎস্য চাষ প্রযুক্তি সম্প্রসারণের লক্ষে মৎস্যচাষীদের নিয়ে র‌্যালী হয়েছে।

ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্পের ২য় পর্যায়ে ৫ জন মৎস্য চাষী, রাজশাহী বিভাগে মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় ১ জন মৎস্য চাষীসহ রাজস্ব খাতের আওতায় সব মিলে ৭ জন মৎস্য চাষীকে প্রদর্শনী উপকরণ হিসাবে, চুন, সাইন বোর্ড, ইউরিয়া, টিএসপি, খৈল ও মৎস্য খাদ্য বিতরণ করা হয়েছে।

এদিন সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা শারমিন আক্তারের সভাপতিত্বে মৎস্য সামগ্রী বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সমর কুমার পাল।

এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল মোমিন, নিশিন্দারা ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম সরকার প্রমুখ।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print