বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক ও কর্মচারীদের মধ্যে পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে ঈদ উপহার বিতরন করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ জুলাই) দুপুরে প্রতিষ্ঠানের মিলনায়তনে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন জেলা পুলিশ সুপার ও প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি সুদীপ কুমার চক্রবর্ত্তী। এতে সভাপতিত্ব করেন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ শাহাদাত আলম ঝুনু।
ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বলেন, ঈদ উপহার সামান্য হলেও এটা মানুষের মধ্যে সম্প্রীতি বাজায় রাখবে। প্রাণে প্রাণে জ্ঞানের প্রদীপ জ্বলবে।
জানা যায়, কলেজের ১১০ জন শিক্ষক ও কর্মচারিদের মধ্যে কোরবানীর মশালাসহ অণ্য সামগ্রী বিতরনে করা হয়।
এ সময় বক্তব্য রাখেন গভর্নিং বডির সদস্য সাইরুল ইসলাম, সহকারি শিক্ষক শহিদুল ইসলাম, ফেরদৌসি আরা, ইয়াসমিন সুলতানা।
