মহানগর ফুটবললীগ (মফুলীক) কর্তৃক আয়োজিত বসুন্ধরা গ্ররুপ সিনিয়র ডিভিশন ফুটবললীগ ২০২১-২০২২” এ “ফেয়ার প্লে” ট্রফি জয়ের গৌরব অর্জন করেছে পিডব্লিউডি স্পোর্টস ক্লাব।
গত ২৫ শে অক্টোবর ২০২২ইং তারিখে মফুলীক ও বাফুফে কর্তৃক আয়োজিত বসুন্ধরা গ্রুপ সিনিয়র ডিভিশন ফুটবল লীগ সমাপনী অনুষ্ঠানে ফেয়ার প্লে ট্রফি ও ২৫,০০০/- টাকা মূল্যমানের চেক পিডব্লিউডি স্পোর্টস ক্লাবের নিকট হস্তান্তর করা হয়।
ক্লাবের পক্ষে ট্রফি ও চেক গ্রহণ করেন পিডব্লিউডি স্পোর্টস ক্লাবের ক্লাব প্রতিনিধি ও টিম ম্যানেজার মোঃ ইফতেখারুল ইসলাম, উপ-বিভাগীয় প্রকৌশলী, শেরে বাংলা নগর গণপূর্ত উপ বিভাগ-১, ঢাকা। উল্লেখ্য যে, এ মৌসুমে পিডব্লিউডি স্পোর্টস ক্লাব ১৩টি খেলার
মধ্যে ০৭টিতে জয়, ০৩টিতে ড্র, ০৩টিতে পরাজয় মিলে মোট ২৪ পয়েন্ট নিয়ে লীগ টেবিলে ৩য় স্থান অর্জন করে। এ উপলক্ষ্যে গত ২৭ শে অক্টোবর ২০২২ পিডব্লিউডি স্পোর্টস ক্লাবের সভাপতি ও গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোহাম্মদ শামীম আখতার এর কক্ষে এক অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়, উক্ত অনুষ্ঠানে পিডব্লিউডি স্পোর্টস ক্লাবের সাধারণ সম্পাদক মুহাম্মদ মশিউর রহমান আকন্দ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী, গণপূর্ত প্লাম্বিং ইউনিট ক্লাবের সদস্যদের সামনে সকল তথ্যাদি উপস্থাপন করেন।
তিনি আরো বলেন, স্বচ্ছ খেলার নীতিতে পিডব্লিউডি স্পোর্টস ক্লাব কখনও আপোষ করেনি এবং বাংলাদেশ ফুটবলের সুদিন পিডব্লিউডি স্পোর্টস ক্লাবের হাত ধরেই আসবে। পিডব্লিউডি স্পোর্টস ক্লাবের সভাপতি ও গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোহাম্মদ শামীম আখতার, সাধারন সম্পাদক এবং টিম ম্যানেজারসহ সংশ্লিষ্ট সকলকে এ অর্জনের জন্য ধন্যবাদ জানান।
তিনি আরও বলেন, গণপূর্ত অধিদপ্তর তাদের সরকারি দায়িত্ব পালনের পাশাপাশি খেলাধুলার জগতে নিজেদের সক্ষমতার পরিচয় দিয়েছে এবং ভবিষ্যতে ফুটবলে পিডব্লিউডি স্পোর্টস ক্লাব আরো উন্নতি করবে। এ ছাড়াও হকি ও ক্রিকেট সহ অন্যান্য প্রতিযোগীতামূলক খেলায় ও পিডব্লিউডি স্পোর্টস ক্লাব নিজেদের সফলতার স্বাক্ষর রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি পিডব্লিউডি স্পোর্টস ক্লাবের অবকাঠামোগত উন্নয়ন সাধনের বিষয়েও আশ্বাস প্রদান করেন।