রাজধানীর আগারগাঁও মেট্রোরেল স্টেশনে ফুটফুটে এক শিশুর জন্ম দিয়েছেন সোনিয়া রানী রায় নামের এক নারী।
বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সকাল পৌনে নয়টার দিকে আগারগাঁও স্টেশনের ফার্স্ট এইড সেন্টারে ফুটফুটে শিশুটির জন্ম দেন সোনিয়া রায়।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপক মাহফুজুর রহমান প্রথম আলোকে বলেন, অন্তঃসত্ত্বা সোনিয়া রানী রায় মেট্রোরেলের আগারগাঁও স্টেশনে নামার সময় অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁকে আগারগাঁও স্টেশনের ফার্স্ট এইড সেন্টারে নেওয়া হয়।
নবাগত ওই শিশুটির জন্ম নেওয়ার কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। আর তাতেই নেটপাড়া সড়গরম হয়ে উঠেছে। ফুটফুটে ওই শিশু ও তার মাকে শুভেচ্ছা জানিয়ে নেটিজেনরা বিভিন্ন পোস্ট শেয়ার করছেন।
এদিকে গর্ভবতী নারী সোনিয়া রাণীর কোলে সন্তান তুলে দিতে সব ধরনের প্রচেষ্টায় সফল মেট্রোরেল কর্তৃপক্ষ। এজন্য তাদেরও প্রশংসায় ভাসিয়ে দিচ্ছেন অনেকেই।