অক্টোবর ১, ২০২৫ ২:০৯ এএম

প্রথা ভেঙে নিতিনের মরদেহ কাঁধে নিলেন মেয়ে মানসী

চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়াসহ বলিউডের মাইলফলক তৈরি করা অনেক কাজের কারিগর নিতিন দেশাই। তার মৃত্যুতে মাইলফলক তৈরি করলেন তার মেয়ে। সমাজের রক্তচক্ষু উপেক্ষা করে প্রথা ভাঙলেন মেয়ে মানসী। কাঁধে তুলে নিলেন বাবার নিথর দেহ। ঠিক এভাবেই শেষকৃত্য অনুষ্ঠিত হলো কিংবদন্তি এই শিল্প নির্দেশকের।

গতকাল (৪ আগস্ট) তার স্বপ্নের সাম্রাজ্য এনডি স্টুডিওতে আয়োজন করা হয় শেষ অনুষ্ঠান।

৫২ একরের বিশাল এই স্টুডিও নির্মাণ সম্পন্ন করেই ঋণে জর্জরিত হয়েছিলেন নিতিন। ২ আগস্ট উদ্ধার করা হয় তার মরদেহ। ময়না তদন্ত অনুযায়ী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন তিনি।

এদিকে নিতিনকে বিদায় জানাতে উপস্থিত হয়েছিলেন আমির খান, সুবোধ ভাবে, সোনালি কুলকার্নি, আশুতোষ গোয়ারিকর, সঞ্জয় লীলা বানশালিসহ অনেকে। শেষযাত্রায় ছিলেন ছেলে সিদ্ধান্ত ও মেয়ে মানসী। সমাজের প্রথা ভেঙে বাবার মরদেহ বহন মানসী। ইতোমধ্যে এর কিছু ছবি ভাইরালও হয়েছে।

জানা যায়, আগে থেকেই মৃত্যুর জন্য কিছু পরিকল্পনা করেন নিতিন। সূত্রের খবর, ১ আগস্ট রাতে এনডি স্টুডিও নিরাপত্তারক্ষীর থেকে সব চাবি নিয়েছিলেন তিনি। কর্মীদের বলেছিলেন, তাকে স্টুডিওতে একা রেখে যেতে। কারণ, তার কিছু গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। এর পরদিন তার মরদেহ উদ্ধার করা হয়।

এনডি স্টুডিও নিতিনের অন্যরকম এক সাম্রাজ্য। ধারণা করা হয়, এর সম্পদের পরিমাণ হাজার কোটি রুপি। ২০০৫ সালে তিনি তার স্টুডিওটি চালু করেন। মুম্বাইয়ের করজাতের ৫২ একর জমির ওপর এটি বানান।

নিতিনকে বলা হয় বলিউডের অন্যতম সেরা শিল্প নির্দেশকদের একজন। তার তাক লাগানো কাজের মধ্যে আছে— লাগান, হাম দিল দে চুকে সনম, যোধা আকবর, দেবদাস, প্রেম রতন ধন পায়ো’র মতো দুর্দান্ত সব সেট। নিতিন মূলত মারাঠি ও হিন্দি ছবিতে কাজ করতেন। এই দুই ইন্ডাস্ট্রির সঙ্গে তার নিবিড় যোগাযোগ ছিল।

এনসিএন/এসকে

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print