ডিসেম্বর ১, ২০২৫ ৫:৫১ পূর্বাহ্ণ

বগুড়ায় দাদন ব্যবসায়ীর হাতে পুলিশ কর্মকর্তা লাঞ্চিত

বগুড়ায় দাদন ব্যবসায়ীর হাতে পুলিশ কর্মকর্তা লাঞ্চিত। ছবি: ইন্টারনেট
বগুড়ায় দাদন ব্যবসায়ীর হাতে পুলিশ কর্মকর্তা লাঞ্চিত। ছবি: ইন্টারনেট

আজ রবিবার বগুড়া সদর ফাঁড়ির এক পুলিশ কর্মকর্তাকে লাঞ্ছিত করার অভিযোগে তিন নারী দাদন ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

আটককৃত তিন বোন হলেন বগুড়া সদরের উত্তর চেলোপাড়া এলাকার মোছা রেখা বেগম (৫২), মোছাঃ দুলি বেগম (৪০), সূর্য বেগম (৪২)।

লাঞ্ছিত পুলিশ কর্মকর্তার নাম খোরশেদ আলম। তিনি সদর পুলিশ ফাঁড়িতে উপ-পরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত আছেন।

লাঞ্ছনার শিকার এসআই খোরশেদ আলম জানান, “একমাস আগে জলেশ্বরীতলা এলাকার আফরোজা বেগম ‘৯৯৯’ এ কল করে অভিযোগ জানান তার বাড়িতে ভাংচুর ও হামলা চালানো হয়েছে। আমি ও ফাঁড়ি পুলিশের সদস্যরা সেখানে গিয়ে আটক তিন বোনকে হামলা বা আফরোজা বেগমের বাড়িতে ভাঙচুর করতে নিষেধ করি। পাশাপাশি তাদের কোন অর্থ পাওনা থাকলে আইনের আশ্রয় নিতে পরামর্শ দেই। এরপর ওই তিন বোনের পাওনা সুদের টাকা নানাভাবে উদ্ধার করে দিতে আমাদের কাছে দাবি করলে আমি তাদের আইনের আশ্রয় নিতে বললে তারা আমাকে শারিরিক ভাবে লাঞ্ছিত করেন।”

এ ঘটনার প্রেক্ষিতে সদর ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) তাজমিলুর রহমান নর্থ ক্যাপিটাল নিউজকে জানান, তাদের কোন অর্থ পাওনা থাকলে আইনের আশ্রয় নিতে পরামর্শ দেই। এরপর তিন বোনের সুদের টাকা নানাভাবে উদ্ধার করে দিতে আমাদের কাছে দাবি করেন। আজকে বিকেলেও তারা আমার অফিসে এসে সুদের টাকা পুলিশকেই উদ্ধার করে দিতে হবে বলে দাবি করতে থাকেন। এরপর জোর জবরদস্তি করলে আমরা ওই তিন বোনকে আটক করে সদর থানায় প্রেরণ করি। আরো খোজ নিয়ে জানতে পারি যে তারা ওই এলাকার বেশ দাপটশালী এবং চিহ্নিত দাদন ব্যবসায়ী।

এনসিএন/এসএসএ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print