ডিসেম্বর ১, ২০২৫ ৫:৫০ পূর্বাহ্ণ

বগুড়ায় গাঁজাসহ গ্রেফতার ২

বগুড়ায় গাঁজাসহ গ্রেফতার ২। ছবি: এনসিএন
বগুড়ায় গাঁজাসহ গ্রেফতার ২। ছবি: এনসিএন

বগুড়া সদরের জামিলনগর থেকে ১ কেজি গাঁজাসহ দু’জন মাদকবিক্রেতাকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গতকাল রোববার (১৭ এপ্রিল) রাত পৌঁনে ১১টায় শহরের জামিলনগর এলাকা থেকে ওই মাদকবিক্রেতাদের গ্রেফতার করে বগুড়া জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেফতারকৃতরা হলেন, মোঃ আনোয়ার হোসেন মঞ্জু ওরফে ড্যাপ (৫৩), পিতা- মৃত তফসির উদ্দিন। আরেক আসামী মোঃ লাজু মিয়া (৩৭), পিতা- মৃত আবেদ আলী। তারা দুজনেই রংপুর জেলার কোতয়ালী থানার চওড়াপাড়া এলাকার বাসিন্দা।

আজ সোমবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। জানা যায়, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইয়াছে ।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। আনোয়ার হোসেনের বিরুদ্ধে ৩টি ও লাজু মিয়ার নামে একটি করে মামলা ছিল বলে জানা গিয়েছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print