ডিসেম্বর ১, ২০২৫ ৫:৫৮ পূর্বাহ্ণ

বগুড়ায় ৪২ কেটি টাকা ব্যয়ে ৫তলা ভবন বিশিষ্ট ফাউন্ড্রি ইন্সটিটিউট নির্মান করা হবে

বিটাকের মতবিনিময় সভা। ছবিঃ এনসিএন
বিটাকের মতবিনিময় সভা। ছবিঃ এনসিএন

বগুড়া, ১৯ এপ্রিল ২০২২: বাংলাদেশ শিল্প কারিগরি সহয়তা কেন্দ্র (বিটাক) শক্তিশালীকরন শীর্ষক প্রকল্পের সম্ভাব্যতা যাচাই সমীক্ষার মাঠকর্ম ও অংশীজনের সাথে মঙ্গলবার এক মত বিনিমিয় সভা অনুষ্ঠিত হয়। এই প্রকল্পের আওতায় মানুষকে কর্মদক্ষ করে প্রশিক্ষিত করা, উৎপাদিত পণ্যের টেষ্টিং ল্যব তৈরী করা।  এজন্য বগুড়ায় ৫তলা ভবন বিশিষ্ট ফাউন্ড্রি ইন্সটিটিউট নির্মাণ করা হবে।

এর সম্ভব্য ব্যয় ধরা হয়েছে প্রায ৪২ কেটি টাকা। একনেকের বৈঠকে অনুমোদন হলে কার্যক্রম শুরু হবে মত বিনিময় সভায় এমনটি জানান ব্যবস্থাপনা উপদেষ্টা বিএমআই মোহাম্দ সাঈদুর রহমান। বগুড়া বিটাকের অতিরিক্ত পরিচালক মো: জিয়াউল হকের সভাপতিত্ব মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন, সিনিয়র ম্যনেজমেন্ট (বিআই এম) কাউন্সিলর এম আমিনুর রহমান, চিফ ইন্সট্রাক্টর ( মেকানিক্যাল) বগুড়া পলিকেটনিক ইনসটিটিউট শফিঊল আল আজিজ, বিটাকের পল্লী গবেষনা সহকারি মুশফিকুর রহমান খান ।

সভায় বক্তারা বলেন, বগুড়ায় ফাউন্ড্রি শিল্প একটি সম্ভাবনা ময় খাত। কিন্তু আধুনিক প্রযুক্তির ছোঁয়া ও প্রশিক্ষনের অভাবে চিনের কৃণি পনের সাথে প্রতিযোগিতায় পেরে উঠতে পারছেন। বগুড়া থেকে সারা দেশে কৃষি যন্ত্রাংশ ব্যবহার হচ্ছে। একে যুগোপযোগী করতে প্রয়োজনীয় ব্যবস্থা এখনই নিতে হবে। বগুড়ার ফাউন্ড্রিতে সনাতন আমলের পদ্ধতিতে ভংড়ি লোহা গলিয়ে যন্ত্রাংশ তৈরী হচ্ছে । এখন সেচে আর আগের মত টিউবওয়েল ব্যবহার হয় না । এখন সেখানে ব্যবহার হচ্ছে সাবমার্সিবল পাম্প। তাই আমাদের এই সম্ভাবনাময় শিল্পকে আরো উন্নত করতে সরকারের শিল্প মন্ত্রণালয় ব্যবস্থা নিচ্ছেন। বক্তারা আশা করেন আগামী তিন মাসের মধ্যে এর কাজ শুরু হতে পারে। তবে এইকাজ নির্ভর করছে এনেকে অনুমোদিত হওয়ার উপর।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print