ডিসেম্বর ১, ২০২৫ ৫:৫৮ পূর্বাহ্ণ

বগুড়ার আদমদীঘিতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

বগুড়া, ১৯ এপ্রিল ২০২২: বগুডার আদমদীঘিতে গলায় ফাঁসদিয়ে হৃদয় হোসেন (১৯) নামে এক মানসিক ভারসাম্যহীন রোগী আত্মহত্যা করেছে। মঙ্গলবার বেলা ১২ টায় উপজেলার সান্তাহার ইউনিয়ন কেল্লাপাড়া এলাকায় ঘটনাটি ঘটে। নিহত হৃদয় হোসেন ওই গ্রামের আব্দুল মসজিদের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, হৃদয় হোসেন গত কয়েক বছর ধরে মানসিক রোগে ভুগছিলেন। পরিবারের লোকজন তাকে বিভিন্ন ডাক্তারের কাছে চিকিৎসার পরেও তিনি সুস্থ হননি। এতকরে তিনি আরও অসুস্থ হয়ে পড়েন। মঙ্গলবার বেলা ১২ টায় পরিবারের সদস্যদের অনুপস্থিতিতে তিনি নিজ ঘরের তীরের সাথে গামছা পেঁচিয়ে আত্মহত্যা করে। জানতে পেরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আদমদীঘি থানার উপ পরিদর্শক আবু হাসান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। নিহত হৃদয় একজন মানসিক রোগী। কেউ বাদী না থাকায় দাফনের জন্য মরদেহ পরিবারে হস্তান্তর করা হয়েছে। তিনি আরও বলেন এ ঘটনায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print