দেশব্যাপী বিএনপি-জামায়াতের অবরোধের প্রতিবাদে বগুড়ায় ৫০০ মোটরসাইকেল নিয়ে মহাসড়কে শোডাউন করেছে যুবলীগ। বগুড়া শহর যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর আব্দুল মতিন সরকারের উদ্যোগে এই মোটরসাইকেল শোডাউন ও বিক্ষোভ মিছিল করা হয়।
বুধবার দুপুর ১২টার দিকে শহরের কামাড়গাড়ি থেকে শুরু হয়ে মোটরসাইকেলের বহর ঢাকা-রংপুর মহাসড়কের মহাস্থানগড় হয়ে বনানীতে গিয়ে শেষ হয়। এই সময় যুবলীগের নেতাকর্মীরা তপশিলকে স্বাগত জানিয়ে বিএনপি-জামায়াতের বিরুদ্ধে নানারকম স্লোগান দিতে থাকেন।
আরো পড়ুনঃ অবরোধ সমর্থনে বগুড়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল
সাবেক যুবলীগ নেতা ও পৌর কাউন্সিলর আব্দুল মতিন সরকার বলেন, দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা মাঠে নেমেছি। বিএনপি-জামায়াতের নাশকতা যুবলীগ রাজপথে থেকে প্রতিহত করবে। কেউ যদি সাধারণ মানুষের যানমালের ক্ষতি করার চেষ্টা করে তাহলে দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হবে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে নির্বাচনী যেই ট্রেন যাত্রা শুরু করেছে নৌকার বিজয় নিয়ে সেই ট্রেন থামবে। যুবলীগের নেতাকর্মীরা প্রহরী হয়ে সুষ্ঠ ভোটের জন্য মাঠে থাকবে।
মোটরসাইকেলের এই শোডাউনে বগুড়া জেলা যুবলীগের ধর্ম বিষয়ক সম্পাদক আরিফ হোসেন কমল, শহর শ্রমিক লীগের সাবেক আহবায়ক তুফান সরকার ও ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগর সভাপতি ইফতেখারুল হাসান উপস্থিত ছিলেন।