ডিসেম্বর ১, ২০২৫ ৫:৫৮ পূর্বাহ্ণ

বগুড়া সদর উপজেলায় ২৩ জনের মাঝে প্রদর্শনী উপকরণ বিতরণ

বগুড়া সদর উপজেলায় ২৩ জনের মাঝে প্রদর্শনী উপকরণ বিতরণ। ছবি: এনসিএন
বগুড়া সদর উপজেলায় ২৩ জনের মাঝে প্রদর্শনী উপকরণ বিতরণ। ছবি: এনসিএন

বুধবার সকাল ১০ টায় বগুড়া সদর উপজেলা পরিষদ চত্বরে ২০২১-২২ অর্থ বছরে ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম প্রজেক্টের আওতায় সিআইজি সদস্যদের মাঝে প্রদর্শনী উপকরণ ও রাজশাহী মৎস্যসম্পদ উন্নয়ন প্রকল্প এর আওতায় বাস্তবায়িত প্রদর্শনী পুকুরের উপকরণ বিতরণ করা হয়।

সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শারমিন আক্তারের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপকরণ বিতরণ করেন রাজশাহী বিভাগের মৎস্য অধিদপ্তরের উপ-পরিচালক তোফাজউদ্দিন আহমেদ।

এদিন বিশেষ অতিথি হিসেবে সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক, বগুড়া জেলা মৎস্য কর্মকর্তা সরকার আনোয়ারুল কবীর আহম্মেদ। এ সময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা (রাজস্ব) অফিয়া সুলতানা, সম্প্রসারণ কর্মকর্তা চয়নিকা পন্ডিত।ন্যাশনাল ১৯ জন্য,ইউনিয়ন ২ জন্য,রাজশাহী বিভাগের ২ জন্য সর্বমোট ২৩ জনের মধ্যে চুন,ইউরিয়া,টিএসপি,পিলেট খাদ্য বিতরণ করা হয়।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print