ডিসেম্বর ১, ২০২৫ ৫:৫৮ পূর্বাহ্ণ

বগুড়ায় বিপুল পরিমান মাদকদ্রব্যসহ গ্রেফতার ২

বগুড়ায় বিপুল পরিমান মাদকদ্রব্যসহ দু’জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১২ (র‍্যাব)। বুধবার রাতে জেলার পৃথক দুই এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন, বগুড়া শহরের লতিফপুর কলোনী এলাকার নবী হোসেনের ছেলে মোঃ সাব্বির হোসেন (২৫) এবং কাহালুর নহরপাড়া গ্রামের আইয়ুব খাঁর ছেলে মোঃ মজিদ খাঁ (৪৫)।

আজ বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন র‍্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার (স্কোয়াড্রন লিডার) সোহরাব হোসেন।

র‌্যাব-১২ সূত্র জানায়, ‘বগুড়া জেলার সদর ও কাহালু থানা এলাকায় কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ১০০০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ১৭৬ বোতল ফেন্সিডিলসহ অবস্থান করছিলো। এমন সংবাদের ভিত্তিতে পৃথক দুটি এলাকায় বগুড়া র‌্যাব ক্যাম্পের একটি আভিযানিক দল তাদের দুজনকে গ্রেফতার করে।

ইতোমধ্যে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য সদর থানা ও কাহালু থানায় সোপর্দ করা হয়েছে।

এনসিএন/এআইএ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print