ডিসেম্বর ১, ২০২৫ ৫:৫৮ পূর্বাহ্ণ

বগুড়া-সিরাজগঞ্জ রেললাইন গতিপথ পরিদর্শনে শনিবার বগুড়া আসছেন রেলমন্ত্রী

বগুড়া ,২২এপ্রিল ২০২২: বগুড়া-সিরাজগঞ্জ রেললাইন প্রান্তিককরন পরিদর্শনে আসছেন রেল মন্ত্রী নুরুল ইসলাম সুজন শনিবার বগুড়ায় আসছে।মন্ত্রী রেললাইনের শ্রেনী বিন্যাস কি হবে তা নিয়ে মতামত গ্রহন করবেন।

বগুড়া বাসীর প্রানের দাবি বগুড়া –সিরাজগঞ্জ রেললাইনের প্রকল্প দ্রুত সময়ের মধ্যে হোক। এ দিয়ে গত ১২ এপ্রিল ঢাকায় রেল ভবনে বগুড়া ও সিরাজগঞ্জের জেলা প্রশাসক, দুইজেলার আওয়ামীলীগ নেতারা , সংসদ সদসবৃন্দ্য . উপজেলা চেয়ারম্যানসহ রেল মন্ত্রনালয়ের নিয়ে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। এতে মতামত আসে এই রেলপথে ৭ টি ষ্টেশন ও তিনটি জংশন থাকবে। কিন্ত রেলমন্ত্রী নিজে বগুড়ায় সরেজমিনে পরিদর্শন করে ব্যবস্থা নেবেন বলে জানানো হয়।

এ দিকে গত শুক্রবার বগুড়া জেলা প্রশাসক রেলপথের লাইনের সম্ভব্য গতিপথ পরিদর্শন করেন। এ সময় বগুড়া জেলা প্রশাসক মো: জিয়াউল হক বলে, বগুড়াা শহরের মধ্যে প্রধান ৫ টি রেলগেট শহরে যানজটের সৃষ্টি করছে। রেলগেট বন্ধ থাকায় মানুষের অনেক মূল্যবান সময় নষ্ট হচ্ছ। রেল চলাচলের সময় রেলগেট দিনে-রাত প্রায় আড়াই ঘন্টা বন্ধ থাবে।

জেলা প্রশাসক জানান ,যদি রেল লাইনের গতিপথ জেলা শহরের অদুরে সাবগ্রাম রেলগেট থেকে দ্বিতীয় বাই পাস দিয়ে নিয়ে যাওয়া যায় তা হালে বগুড়া শহরে যানজটের কবল থেকে মুক্তি পাবে।

ইতমধ্যে জেলার মধ্যে দিয়ে ফোর লেনের কাজ চলমান আছে। যানজট এড়াতে দ্বিতীয় বাইপাসের পুরান বগুড়ায় রেলগেটের উপর দিয়ে ওভারপাস নির্মান চলছে। এর নিচ দিয়ে রেল ও উপরদিয়ে যানবাহন চলবে। এই রকম ভাবে বগুড়া শহরের মধ্যে দিয়ে যে কয়টি রেলগেট আছে কমপক্ষে থানারোড়ের রেলটে, রাজাবাজারের রেলগেট ,আকাশতারা রেলগেটের উপর দিয়ে ওভার পাস করলে যানজটের কিছুটা নিরসন হবে বলে মনে করেন জেলার বিশিষ্টজনরা।

বেশি ভাগ মানুষ ও সুধীজনরা মনে করেন রেল লাইন শহরের বাইরে দিয়ে সাবগ্রাম রেলগেট থেকে দ্বিতীয় বাইপাস হয়ে শেরপুর উপজেলা মধ্যে দিয়ে গেলে শহরের যানজট সম্পূর্ণ ভাবে নিরসন হবে। তবে এটি রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন শনিবার স্থান পরিদর্শনের পর গতিপথ নির্ধারন করা হবে। সুধীজনরা মনে করেন ২০০ বছরের কথা মাথায় রেখে রেলের গতিপথ নির্ধারন করতে হবে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print