দুপচাঁচিয়ায় ডাকাতি প্রস্তুতির সময় দেশীয় অস্ত্রসহ আন্তঃ জেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেফতার করেছে দুপচাঁচিয়া থানা পুলিশ।
গতকাল রোববার (২৪ এপ্রিল) দিবাগত রাত ২টায় দুপচাঁচিয়া থানার জিয়ানগর ইউনিয়নের দুপচাঁচিয়া-আক্কেলপুরগামী মহাসড়ক থেকে ডাকাত দলের ০৫ সদস্যকে দুপচাঁচিয়া থানা পুলিশ গ্রেফতার করে। এসময় তাদের কাছে থেকে দেশীয় অস্ত্র, মুখোশ ও একটি পিকআপ গাড়ী উদ্ধার করেছে পুলিশ।
গ্রেফতাররা হলেন জয়পুরহাট জেলার জিরাতপুর এলাকার মোঃ জিহাদ হোসেন (১৯), পিতা-মোঃ ওয়াজেদ আলী। ২। মোঃ মাশরাফি হোসেন ওরফে মুরাদ (১৯), পিতা-মোঃ শহিদুল ইসলাম। একই জেলার পেচুলিয়া থানার মোঃ কাওছার হোসেন(২০), পিতা-মোঃ রফিকুল ইসলাম। ইছুয়া খাত্তাব থানার মোঃ সোহেল রানা ওরফে বাবু (২১), পিতা-মোঃ শাহাদত হোসেন এবং নওগাঁ জেলাত ধামরইহাট এলাকার মোঃ আলিফ হোসেন(২৩), পিতা-মৃত মোকছেদ আলীর ছেলে।
সোমবার (২৫ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে দুপচাঁচিয়া থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, দুপচাঁচিয়া-আক্কেলপুরগামী মহাসড়কে দিবাগত রাতে দায়িত্ব পালনের সময় দুপচাঁচিয়া থানার জিয়ানগর ইউনিয়ন পরিষদের উত্তর পার্শ্বে বড়িয়া ব্রীজের নিচে ৮ থেকে ১০ জন অল্প বয়সী সন্দেহভাজন লোক দেখে পুলিশ পিকআপ থামালে সন্দেহভাজন ব্যক্তিরা পালানোর চেষ্টা করেন। তখন সন্দেহভাজন ৫ ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের থেকে ২৫ ইঞ্চি দৈর্ঘ্যের একটি চাইনিজ কুড়াল,একটি ৪৩ ইঞ্চি দৈর্ঘ্যের রামদা, দুইটি ১০ ইঞ্চি দৈর্ঘ্যের বার্মিজ চাকু, ০৩ টি মানকি টুপি, একটি ২০ ইঞ্চি দৈর্ঘ্যের হাসুয়া, ৩০ ইঞ্চি দৈর্ঘ্যের একটি সাবল, ১৫০ ফিট দৈর্ঘ্যরে রশি একটি, ৪৫ ফিট দৈর্ঘ্যরে রশি একটি এবং ৩০ ইঞ্চি দৈর্ঘ্যের দুইটি লোহার রড পাওয়া যায়।
গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের স্বীকার করেন যে, তারা ওই রাস্তায় চলাচলকারী গাড়ী থামিয়ে ছিনতাইয়ের জন্য সেখানে অপেক্ষা করছিলেন। তাদের পিকআপ গাড়ী নিয়ে বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করে এবং সুযোগ মতো বিভিন্ন নির্জন স্থানে দাঁড়িয়ে ট্রাক, পিকআপ কিংবা অন্য কোন যানবাহন ঠেকাইয়া সর্বস্ব লুটিয়ে নেন বলে জানিয়েছে তারা।
এ সংক্রান্তে দুপচাঁচিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ এরশাদ আলী বাদী হয়ে উল্লেখিত আসামীদের বিরুদ্ধে ডাকাতি প্রস্তুতির অভিযোগে এজাহার দায়ের করলে দুপচাঁচিয়া থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়।
জানা যায়, আসামীগণ আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। আজ আসামীদের প্রত্যেকের ০৫ দিনের পুলিশ রিমান্ডের আবেদনসহ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হচ্ছে।
