ডিসেম্বর ১, ২০২৫ ৬:১৩ পূর্বাহ্ণ

মাল্টিমিডিয়ার দোকানে র‍্যাবের অভিযান, পর্নো ভিডিও বিক্রি করায় দশ ব্যবসায়ী গ্রেপ্তার

পর্ণগ্রাফি ভিডিও বিক্রি করায় দশ ব্যবসায়ী গ্রেপ্তার। ছবিঃ এনসিএন
পর্ণগ্রাফি ভিডিও বিক্রি করায় দশ ব্যবসায়ী গ্রেপ্তার। ছবিঃ এনসিএন

বগুড়ার আদমদীঘির সান্তাহার রেলওয়ে থানাধীন তিলকপুর রেলস্টেশন এলাকায় মাল্টিমিডিয়ার দোকানগুলোতে অভিযান চালিয়ে পর্নো ভিডিও বিক্রির অভিযোগে ১০ ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সান্তাহার রেলওয়ে থানায় মামলা দায়েরের পর মঙ্গলবার সকালে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।

এরআগে সোমবার রাত ৮টার দিকে তিলকপুর রেলস্টেশন সংলগ্ন মার্কেটে অভিযান চালিয়ে পর্নো ভিডিওসহ তাদের গ্রেপ্তার করা হয়।

জানা যায়, গ্রেপ্তারকৃত ব্যাবসয়ীরা দীর্ঘদিন ধরে মাল্টিমিডিয়া ব্যবসার আড়ালে তরুণদের মাঝে পর্নো ভিডিও বিক্রি করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় তিলকপুর রেলস্টেশন সংলগ্ন মার্কেটে অভিযান চালায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫) জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা। এ সময় তাদের কম্পিউটার পিসিতে পর্নো ভিডিও দেখতে পেলে র‌্যাব তাদের গ্রেপ্তার করে পিসিগুলো জব্দ করে।

সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আযম জানান, র‌্যাব পর্নো ভিডিও ব্যবসায়ীদের গ্রেপ্তার করে থানায় সোর্পদ করেছে। তাদের বিরুদ্ধে থানায় একটি পর্নোগ্রাফি নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে জেল হাজতে পাঠানো হয়েছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print