বগুড়াঃ বৃহস্পতিবার বেলা ১১ টায় মানিকচক উচ্চ বিদ্যালয় মাঠে বগুড়া পৌরসভার ১৯ ওয়ার্ড কাউন্সিলর লুৎফর রহমান রহমান মিন্টুর নিজস্ব অর্থায়নে ৫০০ জন গরীব ও আসহায়দের মাঝে শাড়ী লুঙ্গি বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে শাড়ী লুঙ্গি বিতরণ করেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু ওয়াবাইদুল হাসান ববি।উপস্থিত ছিলেন, ১৯ নংওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আইয়ূব আলী, সহ সভাপতি ডাঃ মুকুল কুমার সাহা,সাংগঠনিক মিলন রহমান মিলু, তথ্য বিষয়ক সম্পাদক নুর মোহাম্মদ টুটুল, ছাত্রীলীগ নেতা আবু তাহের সোহাগ সহ এলাকার গন্যমান্যব্যক্তিবর্গ।
