ডিসেম্বর ১, ২০২৫ ৬:৩৮ পূর্বাহ্ণ

বগুড়ায় ঈদ জামায়াতে বৃষ্টির বাগড়া, দেশের সুখ ও সমৃদ্ধি কামনায় মোনাজাত

বগুড়ায় বৃষ্টির কারণে জেলার মসজিদে মসজিদে ঈদ জামাত অনুষ্ঠিত হয়। ছবি: এনসিএন
বগুড়ায় বৃষ্টির কারণে জেলার মসজিদে মসজিদে ঈদ জামাত অনুষ্ঠিত হয়। ছবি: এনসিএন

বগুড়া, ৩ মে ২০২২: মঙ্গলবার ভোর থেকে বৈরী আবহাওয়া উপক্ষা করে মসজিদে মসজিদে ঈদুল ফিতরের নামাজ আদায় করেছে বগুড়ার মুসুল্লিরা।

এদিন করোনা মহামারির চিরতরে বিদায়, মুসলিম উম্মার শান্তি কামনা ও দেশের মানুষের সুখ ও সমৃদ্ধি কমানা করে আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়।

এক মাস সিয়াম সাধনার পর করোনার ভয়াবহতা কাটিয়ে উঠে সবাই ঈদগাহে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করবে এমন আশা নিয়ে অপেক্ষা করেছিলেন। কিন্তু বৃষ্টি তাতে বাগড়া দিয়েছে। বৃষ্টি উপেক্ষা করে বগুড়ায় সকালে থেকে জেলার সর্বত্র মুসুলিল্লরা মসজিদে মসজিদে ঈদের নামাজ আদায় করেন।

এদিকে প্রায় দুই বছর পর ঈদগাহে নামাজ না পড়তে পারার আক্ষেপ করেছেন অনেকেই। গেল দুই বছর করোনার ভয়াবহতা ঈদে মানুষ ঘর বন্দি ছিল। করেনার ভয়াবহতা কাটিয়ে বৃষ্টি মুসুল্লিদের আবারও ঘর বন্দি করেছিল। বৃষ্টিতে ঈদের আনন্দ ম্লান করে দিয়েছে শিশু কিশোরদের।

সকাল ৯ টায় জেলা শহরের সুত্রাপুর কেন্দ্রীয় ঈদগাহে জেলার প্রধান জামাত সকাল ৯ টায় হওয়ার কথা ছিল। কিন্তু বৃষ্টির কারনে জেলা শহরের মসজিদগুলোতে কমিটির সিদ্ধান্ত মোতাবেক এক এক সময়ে জামাত অনুষ্ঠিত হয়েছে।

জানা যায়, ঈদের প্রধান জামাত বায়তুল রহমান মসজিদে অনুষ্ঠিত হয়। ওই মসজিদের খতিব মুফতি মো: আব্দুল কাদের ঈদের জামাত নামাজ পরিচালনা করেন।

অপর ঈদের জামাত বড় জামাত অনুষ্ঠিত হয় কেন্দ্রীয় মসজিদে(বড় মসজিদে)। এই মসজিদের সভাপতি জেলা প্রশাসক মো: জিয়াউল হক।

ঈদের দিন বেলা সাড়ে ১০ টায় বৃষ্টি কমে আসলে আবারও শিশু-কিশোর, কিশোরীসহ নানা বয়সের মানুষ ঈদ উৎসবে মেতে ওঠে।

এনসিএন/এএ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print