ডিসেম্বর ১, ২০২৫ ৬:৪২ পূর্বাহ্ণ

শাজাহানপুরে বসতবাড়িতে অগ্নিকান্ডে গবাদিপশু-মোটরসাইকেল ভস্মীভূত

শাজাহানপুরে বসতবাড়িতে অগ্নিকান্ডে গবাদিপশু-মোটরসাইকেল পুড়ে ছাই। ছবি: এনসিএন
শাজাহানপুরে বসতবাড়িতে অগ্নিকান্ডে গবাদিপশু-মোটরসাইকেল পুড়ে ছাই। ছবি: এনসিএন

বগুড়ার শাজাহানপুরে বসতবাড়িতে অগ্নিকান্ডে ৩টি গবাদিপশু, একটি মোটরসাইকেলসহ বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গিয়েছে।

গতকাল বৃহস্পতিবার (৫ মে) দিবাগত রাত ৪ টার দিকে উপজেলার মাঝিড়া ইউনিয়নে সাজাপুর আকন্দপাড়া গ্রামে শহিদুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে।

জানা যায়, শহিদুল ইসলাম একই গ্রামের মুনছুর আলী আকন্দ ছেলে। তিনি মাঝিড়া এলাকায় দর্জি কাজ করেন।

ক্ষতিগ্রস্থ শহিদুল জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় গোয়ালঘরে গরু, হাঁস-মুরগি তুলে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ি। গোয়ালঘরের পাশে উঠানে মোটরসাইকেল রাখছিলাম। আনুমানিক রাত ৪ টার দিকে গোয়ালঘরসহ আশপাশে আগুন লাগার বিষয়টি টের পাই।অগ্নিকান্ডে ৩টি গরু, একটি মোটরসাইকেল সহ ঘরের টিন, গৃহস্থালি মালামাল পুড়ে যায়। এতে প্রায় ৩ লাখ টাকার ক্ষতিসাধন হয়েছে বলেও দাবি করেন তিনি।

প্রতিবেশী সামছুর জানান, ফজর নামাজের সময় ক্ষতিগ্রস্থ পরিবারের লোকজনের চিৎকার শুনে গ্রামবাসী একত্রিত হয়ে বাড়ির পাশের পুকুরে থেকে পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। সকল গ্রামবাসীর ১ ঘন্টাব্যাপি চেষ্টায় আগুন নিভানো হয়।

উপজেলা নির্বাহী অফিসার আসিফ আহমেদ বলেন, ‘ক্ষতিগ্রস্থ পরিবার আবেদন করলে উপজেলা প্রশাসনের পক্ষ পরিদর্শনপূর্বক থেকে সহায়তা দেয়া হবে।’

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print