ডিসেম্বর ১, ২০২৫ ৬:৪২ পূর্বাহ্ণ

বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত নয়: কমরেড আমিনুল ফরিদ

সিপিবির বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড আমিনুল ফরিদ। ছবি: এনসিএন
সিপিবির বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড আমিনুল ফরিদ। ছবি: এনসিএন

‘বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত নয়। আর সেকারণেই তারা জনগণের কথা চিন্তা করে না। যদি করতো তাহলে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির লাগাম টেনে ধরতো। দিনের পর দিন নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দাম যেভাবে বাড়ছে তাতে সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে না।’

শনিবার সকাল সোয়া ১১টায় বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) বগুড়া জেলা শাখা আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে এ কথা বলেন জেলা সিপিবি’র সাধারণ সম্পাদক কমরেড আমিনুল ফরিদ।

সরকার দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি না ঠেকাতে পারলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দাম যেভাবে বৃদ্ধি পাচ্ছে তাতে করে সাধারণ মানুষ দিশেহারা হয়ে পড়ছে। সরকার যদি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি না ঠেকাতে পারে তাহলে আমরা কঠোর আন্দোলন করব।’

আমিনুল ফরিদ বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির লাগাম টেনে ধরতে না পারা সরকারের ব্যর্থতা। তারা ব্যর্থ বলেই নিত্য সামগ্রীর দাম বৃদ্ধি পাচ্ছে।

এদিন বগুড়া শহরের সাতমাথায় মুজিব মঞ্চে ‘দাম কমাও, জান বাঁচাও’ স্লোগানে বিক্ষোভ সমাবেশটি অনুষ্ঠিত হয়। এসময় জেলা সিপিবি’র সহ-সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কমরেড হরিশংকর সাহা, সম্পাদক মন্ডলির অন্যতম সদস্য হাসান আলী শেখ, বীর মুক্তিযোদ্ধা সন্তোষ কুমার পাল, কমরেড সাজেদুর রহমান ঝিলাম, কমরেড শাহনিয়াজ কবির খান পাপ্পু, কমরেড অখিলপাল, ট্রেড ইউনিয়ন কেন্দ্র বগুড়া জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি কমরেড ফজলুর রহমান, ক্ষেতমজুর সমিতি সদর উপজেলা কমিটির সভাপতি শুভশংকর গুহ রায়, ছাত্র ইউনিয়ন বগুড়া জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক সাব্বির আহমেদ রাজসহ বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।

এই বিক্ষোভ সমাবেশটি পরিচালনা করেন বাংলাদেশ যুব ইউনিয়ন বগুড়া সদর উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক সুলতান আহমেদ রবিন। এদিন দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে, ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠার দাবিতে সিপিবির একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এনসিএন/এআইএ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print