বগুড়া: কোটি টাকার প্রতারণা মামলায় সাজাপ্রাপ্ত আসামী কারাদন্ড থেকে বাঁচতে মালয়েশিয়া ও নারায়ণগঞ্জে ১০ বছর পালিয়ে ছিলেন বগুড়ার রেজাউল করিম (৫০)। অবশেষে পুলিশের জালে ধরা পড়েছেন তিনি।
গ্রেফতার হলেন, বগুড়া শহরের বৃন্দাবনপাড়ার মৃত সদর উদ্দিনের ছেলে রেজাউল করিম। রোববার (৮ মে) রাত ১১টায় তথ্য প্রযুক্তির সাহায্যে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেফতার করে বগুড়া সদর থানা পুলিশ।
সদর থানার উপ-পরিদর্শক (এস আই) জাকির আল আহসান বলেন, গ্রেফতার রেজাউল শুরুতে গ্যাস ওয়েল্ডিং ও কাস্টিং ঢালাই কারখানা করতেন। পরে ব্যবসার পরিধি বৃদ্ধির কথা বলে বিভিন্ন ব্যাংক এবং ব্যক্তির কাছে থেকে প্রায় কোটি টাকা হাতিয়ে নিয়ে ২০১২ সালে বগুড়া ছেড়ে পালিয়ে যায়। সে মালয়েশিয়া থেকে তিন থেকে চার বৎসর পর দেশে ফেরে। এরপর থেকেই নারায়নগঞ্জে অবস্থান করেন তিন।’
তিনি বলেন, আসামীর বিরুদ্ধে ২০১৪ সাল থেকে পরপর ১০টি মামলায় ১৮ বছরের সাজা হয়। তারপর থেকেই সে পলাতক ছিলো। বর্তমানে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় একটি ভাড়া বাসায় আত্মগোপনে ছিলেন। পরে তথ্য প্রযুক্তির সাহায্য নিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
ইতোমধ্যে প্রতারক রেজাউল করিমকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে বলেও জানা গিয়েছে।
এনসিএন/এআইএ
