বগুড়ায় ২৫ কেজি গাঁজাসহ চারজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
আজ বুধবার (১১ মে) সকাল পৌঁনে ৭টার দিকে মাটিডালি-লিচুতলা বাইপাসের সিএনজি স্ট্যান্ড থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন, কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার ফুলমতি গ্রামের মৃত বাদল মিয়ার ছেলে আশরাফুল হক, লালমনিরহাট জেলার কালিগঞ্জ উপজেলার নারায়ন চন্দ্র রায়ের ছেলে আশিষ কুমার ওরফে রিপন(৩১), বগুড়া জেলার সদর উপজেলার সিরাজ মন্ডলের ছেলে মানিক মন্ডল (৪৩) ও সোনাতলা উপজেলার আব্দুল কাদেরের ছেলের আব্দুল মালেক (৩২)।
এ তথ্য নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ মো. সাইহান ওলিউল্লাহ। তিনি বলেন, ‘গ্রেফতার সবার বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। ইতোধ্যে তাদের সবাইকে আদালতে প্রেরণ পাঠানো হয়েছে।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতার চারজন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায়ের সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে স্থানীয় থানায় একাধিক মাদক মামলা রয়েছে।
এনসিএন/এআইএ
