ডিসেম্বর ১, ২০২৫ ৭:০৪ পূর্বাহ্ণ

ধুনটে শিশু শিক্ষার্থীর শ্লীলতাহানি, বখাটে গ্রেফতার

ধুনটে শিশু শিক্ষার্থীর শ্লীলতাহানির অভিযোগে বখাটে গ্রেফতার। ছবি: এনসিএন
ধুনটে শিশু শিক্ষার্থীর শ্লীলতাহানির অভিযোগে বখাটে গ্রেফতার। ছবি: এনসিএন

বগুড়া,১৬মে ২০২২ : বগুড়ার ধুনট উপজেলায় আম খাওয়ানোর প্রলোভন দেখিয়ে হাফেজিয়া মাদ্রাসার এক শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানি করা হয়েছে। এই মামলায় গেদা আকন্দ (৩৪) নামে এক বখাটেকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার ভোর ৫টার দিকে অভিযান চালিয়ে উপজেলার পারধুনট গ্রামে তার কাছে আত্মীয়ের বাড়ি থেকে গেদা আকন্দকে গ্রেফতার করা হয়। গেদা আকন্দ উপজেলার চালাপাড়া গ্রামের ওসমান গনির ছেলে।

মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার চালাপাড়া গ্রামের এক ব্যবসায়ীর কন্যা শিশু স্থানীয় একটি হাফেজিয়া মাদ্রাসার আবাসিক ছাত্রী। মেয়েটি ১৮ পারা কোরআনের হাফেজ। একটি বিয়ে অনুষ্ঠান উপলক্ষে ১০ মে মাদ্রাসা থেকে ছুটি নিয়ে বাড়িতে যায় ওই ছাত্রী।

গেদা আকন্দ ওই ছাত্রীর প্রতিবেশী। ১৪ মে বেলা ১১টার দিকে পরিবারের সদস্যদের অগোচরে মেয়েটিকে আম খাওয়ানোর প্রলোভন দেখিয়ে নিজের ঘরের পেছনে নিয়ে যায় গেদা আকন্দ। এরপর মেয়েটির শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেয় এবং
শ্লীলতাহানি ঘটায়। এ সময় মেয়েটির চিৎকারে প্রতিবেশীরা ঘটনাস্থলে পৌছলে গেদা আকন্দ কৌশলে সটকে পড়ে।

এ ঘটনায় মেয়েটির বাবা বাদি হয়ে ওই দিনই গেদা আকন্দের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দেয়। থানা পুলিশ অভিযোগটি তদন্ত করে ঘটনার সত্যতার প্রমাণ পাওয়ায় রোববার রাতে নিয়মিত মামলা হিসেবে রেকর্ডভুক্ত করেছে।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা স্বীকার করেছে গেদা আকন্দ। সোমবার দুপুরের দিকে তাকে আদালতের মাধ্যমে বগুড়া কারাগারে পাঠানো হয়েছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print