ডিসেম্বর ১, ২০২৫ ৭:০৪ পূর্বাহ্ণ

বগুড়ায় ১০ কোটি ১৪ লাখ টাকার প্রনোদনা দিয়েছে কৃষি বিভাগ

ধান কেটে মাড়াইয়ের জন্য নিয়ে যাচ্ছে শ্রমিকেরা। ছবি: এনসিএন
ধান কেটে মাড়াইয়ের জন্য নিয়ে যাচ্ছে শ্রমিকেরা। ছবি: এনসিএন

বগুড়া, ১৯ মে ২০২২(বাসস) চলতি অর্থ বছরের বগুড়ায় বিভিন্ন জাতের ফসল উৎপাদনে প্রায় ১০ কোটি ১৪ লাখ ২২ হাজার ২০০ টাকার প্রনোদনা দিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক এনামুল হক জানান, জেলার সকল ফসল উৎপাদনে সার ও বীজ প্রনোদনা দেয়া হয়েছে। এর মধ্যে সব ফসলের জন্য ২০ কেজি করে ডিএপি ও ১০ কেজি করে এমওপি সার প্রদান করা হয়েছে ।

গত এপ্রিল মাসে ২০২১- ২০২২ অর্থ বছরের প্রনোদনা প্রদান করার কাজ শেষ হয়েছে। জেলার ১ লাখ ২৫ হাজার ৫৪০ জন কৃষককে এই প্রনোদনা দেয়া হয়েছে।

কৃষি কর্মকর্তারা জানান, সকল ধরনের ধানের জন্য ৫ কেজি করে বীজ, গমের জন্য ২০ কেজি বীজ, সরিষার জন্য ১ কেজি পেঁয়াজের জন্য ৬শ’ গ্রাম সূর্যমুখির জন্য ২ কেজি সহ অন্যন্য ফসলের জন্য বিভিন্ন পরিমানের বীজ দেয়া হয়েছে।

জেলা কৃষিসম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচলক দুলাল হোসেন জানান, শুধু গম, ভূট্টা, সরিষা, সূর্যমুখি, শীতকালিন পেঁয়াজ, মুগ ও মসুরে প্রনোদনা দেয়া হয়েছে ৩ কোট, ৯৫ লাখ ২৬ হাজার টাকা। এছাড়া মাসকলাই এর জন্য ৩ লাখ ৩৮ হাজার টাকা ও অবশিষ্ট প্রনোদনা দেয়া হয়েছে বিভিন্ন জাতের ধানের জন্য । এগুলোর মধ্যে রয়েছে নাভী জাতের রোপা আমন, বোরো ধানের জন্য, বোরো হাইব্রিড ধান, বোরো উফশী ও উফশী আউশের জন্য।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print