ডিসেম্বর ১, ২০২৫ ৭:১১ পূর্বাহ্ণ

শাজাহানপুরে রাস্তার পাশে অসহায় মা মেয়ের পাশে ইউএনও

শাজাহানপুরে ঝুপড়িতে বৃদ্ধা মা মেয়েকে দেখতে যান শাজাহানপুর ইউএনও। ছবিঃ এনসিএন
শাজাহানপুরে বৃদ্ধা মা মেয়েকে দেখতে যান শাজাহানপুর ইউএনও। ছবিঃ এনসিএন

বগুড়ার শাজাহানপুরে বেতগাড়ী খাদ্য গুদামের প্রাচীর ঘেঁষে মহাসড়কের পাশে ঝুপড়িতে বসবাসরত বৃদ্ধা মা মেয়ের পাশে দাঁড়িয়েছে শাজাহানপুর উপজেলা প্রশাসন।

সম্প্রতি বৃদ্ধা মা মেয়ের ঝুপড়িতে মানবেতর এই জীবন কাহিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে স্ট্যাটাসটি প্রশাসনের দৃষ্টিগোচর হয়।

শনিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আহমেদ প্রয়োজনীয় খাদ্য সামগ্রী নিয়ে অসহায় বৃদ্ধা আয়শা খাতুন (৭৫) ও তার মেয়ে সোহাগী (৫৫) খোঁজ নিতে ছুটে যান তাদের ঝুপড়ি ঘরে।

উপজেলা প্রশাসন ও বগুড়া পৌরসভার ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর আল মামুন আকন্দের সহযোগিতায় তাদেরকে স্থায়ী ভাবে যথাযথভাবে পুনর্বাসনের কার্যক্রম গ্রহন করা হয়েছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print