বগুড়ায় ৩৭৫ পিস ইয়াবাসহ আব্দুল মালেক (৩৫) নামের এক বাসযাত্রীকে গ্রেফতার করেছে র্যাব। ইতোমধ্যে আইনানুগ ব্যবস্থা নিতে তাকে শাজাহানপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
গ্রেফতার হলেন, পঞ্চগড় জেলার বোদা উপজেলার ভক্তেরবাড়ী এলাকার মৃত কবির উদ্দীনের ছেলে।
রোববার (২২ মে) ভোর সাড়ে ৪টায় শাজাহানপুর উপজেলার বেতগাড়ী রংপুর- ঢাকা মহাসড়ক থেকে আব্দুলকে গ্রেফতার করা হয়। এদিন গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-১২ বগুড়ার কোম্পানীর কমান্ডার সোহরাব হোসেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ৩৭৫ পিস ইয়াবা, টাকা ও মোবাইলসহ আব্দুল মালেককে গ্রেফতার করা হয়। সে অনেক আগে থেকেই মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া শাজাহানপুর থানায় হস্তান্তর হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
এনসিএন/এআইএ
