ঠাকুরগাঁও – পঞ্চগড় মহাসড়কে বিপরীত দিকথেকে আসা মোটরসাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে একটি বাস উল্টে খাদে পরে গিয়েছে। এতে আহত হয়েছে অন্তত ২৫ জন।
শুক্রবার (১ নভেম্বর) বিকেলে ঠাকুরগাঁও ভূল্লী বাজারের ব্র্যাক অফিস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দিনাজপুর থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী আনিকা এক্সক্লুসিভ নামে একটি বাস ভূল্লী বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে বেপরোয়াগতির একটি মোটরসাইকেল বাসের সামনে এলে, সংঘর্ষ এড়াতে বাসের চালক বামে মোর নিলে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে যায়। এতে অন্তত ২৫ জন আহত হন।
খবর পেয়ে ভূল্লী থানা পুলিশ ও ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে নিয়ে যায়।
ভূল্লী থানার সেকেন্ড অফিসার দীন মোহাম্মদ বলেন, এক মোটরসাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে এ দুর্ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেয়া হবে।
