ডিসেম্বর ১, ২০২৫ ৪:৫৭ অপরাহ্ণ

নওগাঁর মান্দায় হাত বাঁকা হওয়ার অজুহাতে

পূজার রাতেই প্রতিমার হাত ভাঙচুর; যুবক আটক 

নওগাঁর মান্দায় রাতের আঁধারে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। এঘটনায় সনাতনধর্মাবলম্বীরা সোহেল নামের একজনকে আটক করে পুলিশে দিয়েছে।

বৃহস্পতিবার ৩১ অক্টোবর উপজেলার কদমতলী মোড় এলাকায় অবস্থিত অস্থায়ী মন্দিরে কালি পুজার রাতে ওসুর ঠাকুরের দুই হাত ও কালি প্রতিমার হাত ভাঙচুর করা হয়েছে।

প্রতিমার হাতগুলো বাঁকা ও ছোট এই অজুহাতে ভাঙচুর করা হয়েছে বলে জানান আটককৃত সোহেল নামের ওই যুবক। তাকে শুক্রবার ১লা নভেম্বর আদালতে প্রেরণ করা হয়েছে। আটক সোহেল একই গ্রামের বাসিন্দা।

স্থানীয় একাধিক সনাতনধর্মাবলম্বীরা, বৃহস্পতিবার সারা দেশে অনুষ্ঠিত হয় কালি পূজা। এর ধারাবাহিকতায় উপজেলার দূর্গাপুর কদমতলী মোড় এলাকায় অস্থায়ী মন্দিরে কালি পুজার আয়োজন করেন স্থানীয় হিন্দু ধর্মাবলম্বীরা। তারা দেড় যুগ থেকে সেখানে অস্থায়ী মন্দির বানিয়ে প্রতিবছর কালি পূজা করে থাকেন। এদিন পূজা শুরু হওয়ার আগেই রাত সাড়ে নয়টার দিকে সোহেল নামের ওই যুবক ওসুরের মূর্তির বাম ও ডান হাত ভাঙচুর করে এবং কালি প্রতিমার বাম হাত ফেটে ফেলেছে। এতে আতংকিত হয়ে পড়েছেন স্থানীয় হিন্দু ধর্মাবলম্বীরা।

বিপ্লব কুমার সরকার নামের একজন জানান, আমাদের জায়গায় প্রতিবছর কালিপুজা করে আসছি। প্রায় ১৮ বছর থেকে করছি এই পুজা। এই দিন আমরা সকলে মিলে পুজার আয়োজন করি। সেখালে ছেলেরা উপস্থিত ছিল। কিন্তু রাত নয়টা বাজার পর হঠাৎ করে বিদ্যুৎ চলে যায়। এমন সময় সেখান থেকে হিন্দু ধর্মের ছেলেরা একটু সরে গেলে সোহেল নামের ওই ছেলেটি সেখানে আসে। এবং এসেই বলে প্রতিমার হাত বাঁকা হয়েছে। এই বলে সোজা করতে গিয়ে প্রতিমার হাতগুলো ভেঙে ফেলে। যেটা আমরা কোনোভাবেই মেনে নিতে পারছিনা। তারপরও কাপড় বেঁধে কোনো মতে পূজা পার করেছি। তবে আর যেন এমন ঘটনা ঘটানোর কেউ সাহস না পায় এর জন্য জোর দাবি জানাচ্ছি পুলিশ প্রশাসনের কাছে।

শুক্রবার বিকেলে জানতে চাইলে মান্দা উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি মুঠোফোনে বলেন, আমি বিষয়টি সকালে জেনেছি। অনেক লেটে জানানো হয়েছে। আমাকে জানানোর আগেই প্রশাসন পদক্ষেপ নিয়েছে। তাই আমার আর কোনো করণীয় নেই। তবে তাদেরকে পরমর্শ দেওয়া আছে।

প্রতিমা ভাঙচুরের বিষয়টি নিশ্চিত করে মান্দা থানার অফিসার ইনচার্জ মনসুর রহমান মুঠোফোনে বলেন, ২৭ বছরের সোহেল নামের এক যুবককে আটক করা হয়েছে। মন্দিরে প্রবেশ করে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানায় তার বিরুদ্ধে ২৯৫ ধারায় মামলা হয়েছে। শুক্রবার ১লা নভেম্বর তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print