লালমনিরহাট কালীগঞ্জ উপজেলায় ২০২৪-২৫ অর্থবছরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণ করা হয়েছে।
বুধবার (৬ নভেম্বর) সকাল ১২টায় উপজেলা কৃষি প্রশিক্ষণ হল রুমে এসব বীজ বিতরণ করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা তুষার কান্তি সভাপতিত্বে বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত আনোয়ার তুম্পার।।
এছাড়া অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ফেরদৌসুর রহমান উপ-সহকারী কৃষি কর্মকর্তা রবিউল ইসলাম উপকারভোগী কৃষকগণ।
