ডিসেম্বর ১, ২০২৫ ৪:১৬ অপরাহ্ণ

কালীগঞ্জে ওসি ছাড়াই চলছে থানা, কার্যক্রম ব্যাহত; বেড়েছে মাদক ব্যবসা ও চুরি ছিনতাই

প্রায় দুই সপ্তাহের বেশি সময় ধরে ওসি এবং সেই সাথে পরিদর্শক তদন্ত কর্মকর্তা ছাড়াই চলছে লালমনিরহাটের কালীগঞ্জ থানার কার্যক্রম। ফলে থানার স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে মনে করছেন অনেকেই।

গত ২৩ অক্টোবর  কালীগঞ্জ থানার ওসি ইমতিয়াজ কবির, বদলি হলে, তারপর , ১২ দিনের জন্য একজন তদন্ত কর্মকর্তা, কালীগঞ্জ থানায় আসলেও, তিনিও বদলি হয়ে যান, এরপর দীর্ঘ দুই সপ্তাহ অতিবাহিত হলেও থানায় এখন পর্যন্ত কোনো নতুন ওসির পদায়ন করা হয়নি। কবে নতুন ওসি কবে পাবে কালীগঞ্জ থানা তাও কেউ বলতে পারছেন না।

মাদক ও চোরাচালানের প্রবেশদ্বার খ্যাত কালীগঞ্জ একটি গুরুত্বপূর্ণ থানা হিসেবে রংপুরে বিভাগে পরিচিত।

এখানে আইনশৃঙ্খলা ঠিক রাখতে থানার ওসির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। প্রায় দুই সপ্তাহ যাবত ওসি না থাকায় থানার স্বাভাবিক কাজকর্মের সিদ্ধান্ত নিতে বার বার পুলিশ সুপারের শরণাপন্ন হতে হচ্ছে বলে জানা গেছে। পুরো এলাকা জুড়ে অস্থিরতা -বেড়েছে চুরি ছিনতাই

উপজেলাটি ভারতের সীমান্ত ঘেষা হওয়ায় বিভিন্ন স্পটে রয়েছে মাদকের সহজলভ্যতা।  ওসি না থাকার সুযোগে কিছু মাদক ব্যবসায়ী ও চোরাকারবারিরা হয়ে উঠেছে বেপরোয়া। মাদক আর ভারতীয় গরু অবাধে আসলেও প্রতিরোধে তেমন তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে না।

তবে স্থানীয় সচেতন মহলের দাবি, দ্রুত কালীগঞ্জ থানায় একজন সৎ ও সাহসী অফিসার ইনচার্জ পদায়ন হলে মাদকের কলঙ্ক ঘুচতে পারে অনেক খান।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print