ডিসেম্বর ১, ২০২৫ ৪:১৬ অপরাহ্ণ

নওগাঁয় বিভিন্ন অভিযোগে আটক ৫; ভিকটিম উদ্ধার 

নওগাঁর আত্রাইয়ে বিভিন্ন অভিযোগে ৫ জনকে আটক করেছে থানা পুলিশ। এসময় এক ভিকটিমকে উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৮ নভেম্বর) তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

এর আগে বৃহস্পতিবার ৭ নভেম্বর দিবাগত রাতে উপজেলার বিভিন্ন স্থান এবং সিরাজগঞ্জ জেলায় আত্রাই থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে তাদের আটক করে।

আটককৃতরা হলো, উপজেলার কাশিয়াবাড়ী গ্রামের মোজাম্মেল হোসেনের ছেলে এরশাদুল ইসলাম সুমন(৩৯)। তাকে আত্রাই থানার ১০ অক্টোরব তারিখে ২ নং মামলায় আটক করা হয়। দারিয়াগাথী গ্রামের নফেল প্রাং এর ছেলে আবু সাঈদ(৪২)। তার বিরুদ্ধে নারী ও শিশু আইনে মামলা রয়েছে। এসময় তার কাছ থেকে ওই ভিকটিমকে সিরাজগঞ্জ জেলা হতে উদ্ধার করা হয়। এছাড়া ওয়ারেন্টভুক্ত আসামীরা হলো, সদুপুর গ্রামের জমসেদ শেখের ছেলে মিলন শেখ ওরফে দাউদ সিকদার(৪০), ভরতেতুলিয়া গ্রামের মহেন্দ্র হালদারের ছেলে ঝন্টু হালদার এবং শলিয়া গ্রামের

কফিল উদ্দিন প্রাং এর ছেলে আবু হেনা মোস্তফা কামাল ওরফে চান্দু।

আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) সাহাবুদ্দীন বলেন, বিজ্ঞ আদালত হতে আদেশ পেয়ে ৭ নভেম্বর দিবাগত রাতে অভিযান চালিয়ে ওয়ারেন্ট ও মামলাভুক্ত ৫ জনকে আটক করা হয়। সেইসাথে এক জন ভিকটিমকে উদ্ধার করা হয়।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print