ডিসেম্বর ১, ২০২৫ ৪:০৯ অপরাহ্ণ

খেলার মাঠের দাবি মাদ্রাসা শিক্ষার্থীদের

খেলার মাঠকে ধানী জমি হিসেবে ব্যবহার না করার দাবি জানিয়েছে নওগাঁর পত্নীতলা উপজেলার খলনা সিনিয়র ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার শিক্ষার্থীরা। সেখানে কোন মাঠ না থাকায় সেই ধানী জমিগুলো খেলার মাঠ হিসেবে ফিরে পাবার দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।বুধবার (১৩ নভেম্বর) সকাল থেকে বেলা ১২টা পর্যন্ত প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রতিষ্ঠান প্রাঙ্গনে এই দাবিতে মানববন্ধনে অংশ নেন।

এসময় শিক্ষার্থীরা দাবি করেন, প্রতিষ্ঠানের দানকৃত জমি শিক্ষার্থীদের খেলার মাঠ হিসেবে ব্যবহার করার সুযোগ করে দেওয়া হোক। খেলার মাঠের জন্য ব্যবহৃত জমি বর্তমানে কৃষি কাজে ব্যবহার থেকে মুক্ত করে শিক্ষার্থীদের উন্মুক্ত খেলার মাঠ হিসেবে ব্যবহারের সুযোগ করে দেওয়ার জন্য অনুরোধ রইল শিক্ষা প্রতিষ্ঠানটির কাছে।

এ বিষয়ে খলনা সিনিয়র ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল মতিন সরকার জানিয়েছেন, শিক্ষার্থীদের দাবি করা খেলার মাঠটি কখনই খেলার মাঠ হিসেবে ব্যবহার হয়নি । তাই তিনি নিজে কোন একক সিদ্ধান্ত নিতে বা দিতে পারবেন না। তিনি তার উর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছেন, তারা বিষয়টি সঠিক তদন্ত করে শিক্ষার্থীদের উপযুক্ত স্থানে খেলার মাঠ প্রদান করবেন ।

এ বিষয়ে পত্নীতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা আলীমুজ্জামান মিলন জানিয়েছেন, তিনি শিক্ষার্থীদের খেলার মাঠ নিয়ে মানববন্ধনের কথা জেনেছেন। শিক্ষার্থীদের দাবি যৌক্তিক দাবি বলে তিনি জানান। সরজমিনে গিয়ে সেখানে শিক্ষার্থীদের একটি খেলার মাঠের ব্যবস্থা করবেন বলেন জানান তিনি।

এসময় খলনা সিনিয়র ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার ফাজিল বর্ষেরর শিক্ষার্থী ও বৈষম্য বিরোধী ছাত্র সমন্বয়ক কমিটির ভিপি মাহফুজুর রহমান, বৈষম্য বিরোধী ছাত্র সমন্বয়ক কমিটির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেনসহ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মানববন্ধনে অংশ নেন।

মানববন্ধন শেষে শিক্ষার্থীরা মাঠ ফিরে পাবার দাবিতে অধ্যক্ষের নিকট একটি স্মারক লিপি প্রদান করেন । যার অনুলিপি পত্নীতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা, শিক্ষা কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের কাছে প্রদান করেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print