ডিসেম্বর ১, ২০২৫ ৪:০৯ অপরাহ্ণ

নওগাঁয় জলবায়ু বিষয়ক নাগরিক মতবিনিময় সভা অনুষ্ঠিত 

নওগাঁয় জলবায়ু বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ১৪ নভেম্বর শহরের মৌসুমি এনজিও’র হলরুমে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। জেলা পর্যায়ে জেন্ডার, জলবায়ু ও তারুণ্যের বাজেট নিয়ে জাতীয় পর্যায়ে করণীয় সম্পর্কে জানতে ও জানানোর জন্য বরেন্দ্র ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (বিডিও) ও গণতান্ত্রিক বাজেট আন্দোলন (ডিবিএম) যৌথভাবে এই সভার আয়োজন করে। আর সহযোগিতায় ছিলেন এ্যাকশন এইড বাংলাদেশ।

স্থানীয় এনজিও রানির পরিচালক ফজলুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা যুব উন্নয়ন কার্যালয়ের উপ-পরিচালক জাবেদ ইকবাল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি আবু বক্কর সিদ্দিক, বিডিও’র জেলা সমন্বয়কারী শামসুল হক, রিসার্ট অ্যাসিট্যান্ট সুমন। এসময় বিভিন্ন বয়সের নারী-পুরুষরা বিভিন্ন দিক নির্দেশনামূলক মন্তব্য তুলে ধরার জন্য এই মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।

আয়োজকরা বলেন, আমাদের এই আয়োজনের মূল উদ্দেশ্য হলো জাতীয় পর্যায়ে বাজেট ঘোষণার সময় সাধারণ পর্যায়ের সমস্যা ও করণীয়গুলো সম্পর্কে তুলে ধরা। জেন্ডার, জলবায়ু ও তারুণ্যের ক্ষেত্রে এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সবকিছু বিবেচনা রেখে সরকার যাতে বাজেট বরাদ্দে জনগণের দাবী গুরুত্ব সহকারে বিবেচনা করে। তারা বলেন, জাতীয় বাজেটে কিভাবে কমিউনিটি পর্যায়ে পৌঁছাতে পারব সেটা নিয়ে আলোচনা করা। তাই আমরা চাই আমাদের নওগাঁ জেলা পর্যায়ে কেমন সুবিধা থাকবে সেটা নিয়ে আপনাদের মতামত আশা করছি।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print