ডিসেম্বর ১, ২০২৫ ৪:১২ অপরাহ্ণ

প্রধান শিক্ষকের দূর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি

নওগাঁ’র আত্রাই উপজেলার সুদরানা মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমরেন্দ্রনাথ সাহা’র বিরুদ্ধে বিশেষ চাহিদা সম্পন্ন ও অসহায় শিক্ষার্থীদের প্রনোদনা’র টাকা আত্বসাতের অভিযোগে উঠেছে। এছাড়া অভিযোগ আছে তার বিরুদ্ধে দূর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগে গঠিত তদন্ত কমিটির রিপোর্ট জমা দেওয়ার পরও কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি। তাই বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন বিদ্যালয়ের প্রাক্তন সভাপতি ও অভিভাবক কাজী আবুল কালাম আজাদ।

শনিবার (১৬ নভেম্বর) বেলা ১১ টায় নওগাঁ জেলা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে কাজী আবুল কালাম আজাদ বলেন, প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন মিডিয়ায় দূর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগে সংবাদ প্রকাশিত হয়েছে। সংবাদ প্রকাশিত হবার পর ভুক্তভোগী এক শিক্ষার্থীর অভিভাবক এর অভিযোগের প্রেক্ষিতে গত ২৩ সেপ্টেম্বর ২০২৪ উপজেলা সমাজসেবা কর্মকর্তাকে তদন্তের দ্বায়িত্ব দেন তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা। তদন্ত রিপোর্ট এর পর অভিযুক্ত প্রধান শিক্ষককে ১০ কার্য দিবসের মধ্য কারণ দর্শানোর নোটিশ দেয় কর্তৃপক্ষ। কিন্তু সময় অতিক্রম হয়ে গেলেও সেই অভিযুক্ত প্রধান শিক্ষককের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয় নি প্রশাসন।

সংবাদ সম্মেলনে আরও বলেন, প্রধান শিক্ষকের বিরুদ্ধে স্কুলের লাইব্রেরিয়ানকে বিশেষ সুবিধা প্রদানের নামে প্রায় ৫ লক্ষ টাকা ঘুষ নেওয়া। স্কুলের বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের কম টাকা দেওয়াসহ বিভিন্ন অভিযোগের তদন্ত রিপোর্ট জমা দেওয়ার পরও সঠিক ব্যবস্থা গ্রহণ করা হয়নি।যার কারনে স্কুলে এমন দুর্নীতিবাজ প্রধান শিক্ষক থাকলে শিক্ষা কাঠামো ভেঙে পড়বে। তাকে স্কুল থেকে অপসারণ করে স্কুলের শিক্ষার পরিবেশ ঠিক করার দাবী জানান আবুল কালাম আজাদ।

সংবাদ সম্মেলনে অভিযোগ ওঠা শিক্ষকের পদত্যাগসহ তার সকল অপকর্মের সঠিক তদন্ত পুর্বক ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print