ডিসেম্বর ১, ২০২৫ ৪:১২ অপরাহ্ণ

জুলাই-আগস্ট গণহত্যা: ১৩ আসামির বিরুদ্ধে শুনানি শুরু

জুলাই-আগস্টের গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার সাবেক ৯ মন্ত্রীসহ ১৩ আসামির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শুনানি শুরু হয়েছে।

সোমবার (১৮ নভেম্বর) বেলা ১১টায় তাদের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে শুনানি শুরু হয়।

এর আগে সকাল ১০টা ৫০ মিনিটে আসামিদের গারদখানা থেকে আদালতে আনা হয়। প্রিজন ভ্যানে করে তাদের আদালতে আনা হয় সকাল ১০টার দিকে।

গ্রেপ্তারি পরোয়ানা জারি করা ৪৬ জনের মধ্যে এই প্রথম মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ১৩ আসামিকে ট্রাইব্যুনালে তোলা হলো।

১৩ আসামি হলেন– সাবেক মন্ত্রী আনিসুল হক, ফারুক খান, ডা. দীপু মনি, শাজাহান খান, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, জুনাইদ আহমেদ পলক, সালমান এফ রহমান, ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী, কামাল আহমেদ মজুমদার, গোলাম দস্তগীর গাজী, অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, এবং সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম। এদিকে, অসুস্থতার কারণে ড. আব্দুর রাজ্জাককে আদালতে আনা হয়নি।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print