বগুড়ার পৌর এলাকা থেকে এক হাজার পিস ইয়াবাসহ ২ জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (২৬ মে) সদর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রংপুরের পীরগঞ্জ থানার গাংজোয়া এলাকার আব্দুল করিমের ছেলে হাবিবুর রহমান (২৩)। অন্যজন বগুড়া কাহালু উপজেলার পানিসারা এলাকার মৃত আমজাদ হোসেনের ছেলে আমিনুল ইসলাম (৪৭)।
এদিন জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ মো. সাইহান ওলিউল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বগুড়া সদরের জামিল নগর এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ২জনকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ১০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে প্রচলিত মাদকদ্রব্য আইনে মামলা করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
এনসিএন/এআইএ
