ডিসেম্বর ১, ২০২৫ ৭:৩০ পূর্বাহ্ণ

১৬’শ পিচ ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৬’শ পিচ ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার
১৬’শ পিচ ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার। ছবি: এনসিএন

বগুড়ার শাজাহানপুরে ১ হাজার ৬০০ পিচ ইয়াবাসহ সোহেল রানা (৩৫) নামে এক কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী সোহেল রানা উপজেলার মাঝিড়া ইউনিয়নের ডোমনপুকুর টিকাদার পাড়া গ্রামের তাজুল ইসলামের ছেলে।

শুক্রবার দুপুর ২টার দিকে উপজেলার নয়মাইল ষ্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

থানার এসআই আরিফুল ইসলাম জানান, নয়মাইল এলাকায় কুখ্যাত মাদক ব্যবসায়ী সোহেল রানা ইয়াবা বিক্রির উদ্যেশ্যে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ফোর্সসহ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার হাতে থাকা টিস্যু পেপারের সপিং ব্যাগ তল্লাসী করে ১ হাজার ৬০০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।

শাজাহানপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, গ্রেপ্তারকৃত সোহেল রানা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিল। দীর্ঘ প্রচেষ্টার পর তাকে হাতেনাতে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়ে দেয়া হবে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print