ডিসেম্বর ১, ২০২৫ ৭:৩০ পূর্বাহ্ণ

নামুজা হাট: আগের নাম রাখার দাবি

নামুজা হাট আগের নাম রাখার দাবি
নামুজা হাট আগের নাম রাখার দাবি। ছবি: এনসিএন

বগুড়া সদরের ২শতাব্দী পুরোনো নামুজা হাটের দিন পরিবর্তন না করে শুক্রবার ও সোমবার রাখার দাবি জানিয়েছেন হাজার হাজার ক্রেতা, বিক্রেতা ও ব্যবসায়ীগণ।

বগুড়া সদরের নামুজা হাটের দিন পরিবর্তন না করে ২০০ বছরের হাটটির দিন পূর্বের ন্যায় শুক্রবার ও সোমবার করার দাবি জানান হাটে আসা হাজার হাজার ক্রেতা বিক্রেতাগণ, নইলে এ হাটের ঐতিহ্য নষ্ট হয়ে যাবে।

শুক্রবারে নামুজা হাটে কেনা কাটা করতে আসা শতবর্ষী বৃদ্ধ সাত্তার, সালামত, আবু বক্করসহ বিভিন্ন বয়সের ব্যক্তিরা জানান, শুক্রবার ও সোমবার হচ্ছে নামুজা হাটবার। আমাদের বাবা, দাদা ও তার বাবারা এ হাটে এই দিন থেকেই কেনা কাটা করে আসছে। এখানকার শত শত বছরের কড়ই গাছ দেখে কি বুঝা যায়না, এ হাটের বয়স কত? ক্রেতা বিক্রেতাদের দাবী নামুজা পুরাতন হাট শুক্রবার ও সোমবার ঠিক রাখা হোক।

এনসিএন/আরআই

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print