ডিসেম্বর ১, ২০২৫ ৩:২৭ অপরাহ্ণ

নওগাঁর বদলগাছীতে বাস-ভ্যানের মুখোমুখি সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারী নিহত; আহত-২

নওগাঁর বদলগাছীতে বাস ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে সাত মাসের অন্তঃসত্ত্বা এক নারী নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন আরও ২জন। সোমবার ২৫ নভেম্বর দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বদলগাছী-মাতাজিহাট সড়কের আপেল মোটরসাইকেল শো-রুমের সামনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, নিহত ওই নারীর নাম সন্জিতা রানী (১৮)। তিনি সদর ইউনিয়নের ভাতসাইল গ্রামের যতিনের ওরফে হিটলার স্ত্রী। আর আহতরা হলেন একই ইউনিয়নের চাকরাইল গ্রামের আলতাব হোসেন (৬৫) এবং ভাতসাইল গ্রামের চরমন বালা (৫০)। এদিকে আহত এবং নিহত সবাই ভ্যানের যাত্রী বলে জানিয়েছেন উদ্ধারকারী ফায়ার সার্ভিসের কর্মীরা।

জানা যায়, পত্নীতলা উপজেলার নজিপুর থেকে বদলগাছী হয়ে নওগাঁ যাচ্ছিল (চট্ট মেট্টো ব ৫৭৩৪) বাসটি। অন্যদিকে ভ্যানটি বদলগাছী থেকে যাত্রী নিয়ে ভাতসাইল গ্রামে যাচ্ছিল। আপেল শো-রুমের সামনে পৌঁছামাত্র বাস-ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে।

উদ্ধারকাজে অংশ নেওয়া বদলগাছী ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার রেজাউল করিম বলেন, বাস এবং ভ্যানের মুখোমুখি সংঘর্ষের খবর পাই দুপুর ১২টার দিকে। এরপর ঘটনাস্থলে গিয়ে আমরা এক জনকে মৃত এবং ভ্যানের চালকসহ দুই জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

দুর্ঘটনার কারণ জানতে চাইলে রেজাউল করিম বলেন, যে জায়গায় দুর্ঘটনা ঘটেছে। সে জায়গায় রাস্তাটি খানাখন্দে ভরা। ভ্যানটি বদলগাছী চারমাথা থেকে যাত্রী নিয়ে ভাতসাইল গ্রামের দিকে যাচ্ছিল। অপরদিকে বাসটি নজিপুর থেকে বদলগাছী হয়ে নওগাঁ যাওয়ার পথে আপেল মোটরসাইকেল শো-রুমের সামনে মুখোমুখি সংঘর্ষ হয়। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে।

স্থানীয়রা জানান, যেখানে দুর্ঘটনা হয়েছে। সেখানে রাস্তাটি দীর্ঘদিন ধরে জলাবদ্ধতা তৈরী হয়েছিল। ইট দেওয়ার ফলে রাস্তাটি উঁচু নিচু হয়ে আছে সেখানে। সড়ক জনপদ এবং ঠিকাদারি প্রতিষ্ঠানের নজরদারী আর ধীরগতিতে রাস্তায় কাজ হওয়ায় এমন দুর্ঘটনা প্রায় ঘটছে বলে জানান তারা।

বদলগাছী থানার অফিসার ইনচার্জ মো.শাহজাহান আলী বলেন, এ ঘটনায় ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। নিহতের ঘটনায় থানায় আইনানুগ ব্যবস্থা চলমান রয়েছে। পাশাপাশি আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print