চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ ও সমাবেশ করেছে সনাতন ধর্মালম্বীরা। মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুর সারে তিনটায় জেলা শহরের জেলাস্কুল বড়মাঠে সমাবেশ করেন ইসকন পন্থীরা।
সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল করতে চাইলে পুলিশ বাঁধা দেয়। বাঁধা অতিক্রম করে মাঠ থেকে বেড়িয়ে জোড়পূর্বক সড়কে যেতে চাইলে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা তাদের বাঁধা দেয়। এসময় বিক্ষোভকারিদের সাথে ধস্তাধস্তি হয় তাদের। পরে বিক্ষোভকারিরা আইনশৃংখলা বাহিনীর উপড় ইটপাটকেল নিক্ষেপ করে। পরে তাদের ছত্রভঙ্গ করতে লাঠির্চাজ করে পুলিশ ও সেনাবাহিনী।
এসময় বিক্ষোভকারিরা আরো ক্ষুদ্ধ হয়ে সংষর্ষে লিপ্ত হয়। ভাংচুর করে যানবাহন ও বিভিন্ন স্থাপনা। পরে উপায় না পেয়ে সেনাবাহিনীর সদস্যরা লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে।
এতে পুলিশ, সেনাবাহিনীর সদস্য, সংবাদ কর্মী এবং বিক্ষোভকারিদের বেশ কয়েকজন আহত হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
