ডিসেম্বর ১, ২০২৫ ৩:২০ অপরাহ্ণ

তারা যমজ বোন

নওগাঁয় বোনের মৃত্যুর কথা শুনে আরেক বোনেরও মৃত্যু

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

নওগাঁর মহাদেবপুরে যমজ দুই বোনের মৃত্যু হয়েছে। এক বোনের মৃত্যুর কথা শুনে আরেক বোন মৃত্যুর কোলে ঢলে পড়ে। নিহত যমজ ওই দুই বোনের নাম লক্ষ্মী রাণী (৬৫) ও সরস্বতী রাণী (৬৫)। তারা উপজেলার সরস্বতীপুর সরকার পাড়া এলাকার মৃত সংকর সরকারের মেয়ে। মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে শনিবার ভোরে সরস্বতীপুর বাবার বাড়িতে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

স্থানীয় সূত্রে জানা যায়, লক্ষ্মী রাণী ও সরস্বতী রাণীরা চার বোন। তারা সকলেই সরস্বতীপুর সরকার পাড়ায় বাবার বাড়িতে থাকে। এরমধ্যে লক্ষ্মী রাণী দীর্ঘদিন থেকে হার্টের অসুখে ভুগছিল। শনিবার ভোরের দিকে লক্ষ্মী রাণীর মৃত্যু হয়। হঠাৎ করে লক্ষ্মী রাণীর মৃত্যুর কথা শুনে তার যমজ বোন সরস্বতী রাণী বলে উঠে “এক সাথে দুনিয়ায় এসেছিলাম আর তুই আমাকে ছেড়ে চলে গেলি ” বলেই সে মাটিতে ঢলে পড়ে যায় এবং সাথে সাথেই তার মৃত্যু হয়।

নিহত যমজ দুই বোনের প্রতিবেশী ও সরস্বতীপুর উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী জনি সরকার বলেন, তাদের বিয়ের পর তারা চার বোন স্বামীকে নিয়ে এখানেই থাকতো। এদিন একসাথে তাদের দুই যমজ বোনের মৃত্যুতে আমরা শোকাহত।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print