ডিসেম্বর ১, ২০২৫ ৭:৩০ পূর্বাহ্ণ

বগুড়া শেরপুরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

প্রতীকী ছবি। ছবিঃ চ্যানেল আই
প্রতীকী ছবি। ছবিঃ চ্যানেল আই

বগুড়ার শেরপুর উপজেলায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (২৮ মে) শেরপুর উপজেলার সকাল সাড়ে ১০টায় ভাটরা উত্তরপাড়ায় আব্দুল্লাহ নামের আড়াই বছরের এক শিশু খানপুর ইউনিয়নের ভাটরা উত্তর পাড়ায় বাড়ির পাশে গর্তের জমে থাকা পানিতে পড়ে ঐ শিশু মারা যায়।সে ভাটরা উত্তরপাড়া গ্রামের ভ্যানচালক আলমগীর হোসেনের ছেলে।

নিহতের চাচা মামুন জানান, “সকাল বেলা তিনি ও তার ভাই একসঙ্গে খাওয়া-দাওয়া করে বাড়ি থেকে ভ্যান নিয়ে বের হয় যান। ঘণ্টা খানেক পর বাড়ি থেকে ফোন করে জানানো হয় আব্দুল্লাহ পানিতে পড়ে মারা গেছে। পুলিশ নিহত শিশুর লাশ তার বাবার কাছে হস্তান্তর করেছে।”

এ দিকে শনিবার বেলা ১২ টায় শেরপুর উপজেলার সীমাবাড়ি ইউনিয়নের ররোয়া মধ্যপাড়ায় পুকুরের পানিতে পড়ে এনামুল হক (২) নামের অপর এক শিশু মারা যায়। সে ঐ গ্রামের মহরম আলীর ছেলে।

শেরপুর থানার ওসি শহিদুল ইসলাম জানান, “শিশুটি বাড়ি পাশে পুকুর পাড়ে খেলছিল। অসাবধানতা বসত সে পুকুরের পানিতে পড়ে যায়। পরে তার লাশ বেলা ১ টায় পুকুর থেকে পুলিশ উদ্ধার করে। তার মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ । থানায় দুইটি ইউডি মামলা হয়েছে।”

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print