বগুড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে অশালীন ও কুরুচিপূর্ণ বক্তব্য দেয়াকে কেন্দ্র করে রোববার আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষ হয়েছে।
এদিন বেলা সাড়ে ১১টা থেকে দফায় দফায় সংঘর্ষে উভয়পক্ষের কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। সংঘর্ষ থামাতে পুলিশ রাবার বুলেট ছোঁড়ে। মহিলা দলের নেত্রীর বিরুদ্ধে গাবতলী থানায় একটি অভিযোগপত্র দায়ের হয়েছে।
সম্প্রতি গাবতলী উপজেলায় বিএনপির সম্মেলনে জেলা জাতীয়তাবাদী মহিলা দলের নেত্রী সুরাইয়া জেরিন রনি আওয়ামীলীগ সভাপতি শেখ হাসিনাকে নিয়ে অশালীন ও কুরুচিপূর্ণ বক্তব্য করে। এরপরই ক্ষমতাসীন দলের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সেই বক্তব্যের তীব্র নিন্দা জানায়।
মূলত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে অশালীন ও কুরুচিপূর্ণ বক্তব্য দেয়ার প্রতিবাদে গাবতলীর তিনমাথা মোড়ে বেলা ১১টায় পৌর আওয়ামী লীগ প্রতিবাদ মিছিল ও সমাবেশ আহ্বান করে। এসময় বিএনপি নেতা কর্মীরা তাদের উপর ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে দু পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস আই ফয়সল খান জনি বলেন, শনিবার বিএনপির সভা থেকে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অশালীন দেয়ার প্রতিবাদে আওয়ামীলীগ শান্তিপূর্ণ মিছিল করার সময় বিএনপি নেতা মিল্টন মোর্সেদ থেকে ইট পাটকেল ও হাত বোমা নিক্ষেপে করে। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ঘটে।
তাদের ১৫ জন নেতা কর্মী আহত হয় বলে জানান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফয়সাল। তিনি বলেন, শজিমেক হাসপাতাল, মোহাম্মদ আলী হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে প্রায় ১২ জন চিকিৎধীন আছেন। এই ঘটনায় আওয়ামীলীগের পক্ষ থেকে মামলা হবে বলে জানান উপজেলা আওযামীলীগের এই শীর্ষ নেতা।
এদিকে উপজেলা বিএনপির কোন নেতাকে ফোনে পাওয়া যায়নি। তবে এ প্রসঙ্গে জেলা বিএনপির সভাপতি রেজাউল খান বাদশা বলেন, উপজেলা আওযামীলীগের তৃণমূল নেতা যে বক্তব্য দিয়েছে তার জন্য তাকে শাসন করা হয়েছে। তিনি আরও বলেন, সারা দেশে বিএনপি‘র উপজেলা পর্যায়ে সম্মেলনের নেতা-কর্মীদের উপস্থিতি দেখে ঈর্ষন্বিত হয়ে আওয়ামী লীগ হতবাক হয়ে গেছে। বিএনপির সম্মলনে কমীদের সরব উপস্থিতিতে তাদের মাথা খারাপ হয়ে গেছে।
ইট-পাটকেল নিক্ষেপে দুই দলের কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। প্রায় দুই ঘণ্টা ধরে থেমে থেমে এই সংঘর্ষ চলতে থাকে। এ সময় বিএনপির উপজেলা কার্যালয়ে অগ্নিসংযোগ ঘটনা ঘটে। এ সময় কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান ভংচুর করা হয়। উপজেলা আওয়ামী লীগ ও বিএনপি নেতারা এই ঘটনার জন্য উভয় পক্ষ এক অপরকে দায়ী করেন। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ রবার বুলেট ছোঁড়ে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে আছে বলে জানিয়েছেন গাবতলী মডেল থানার ওসি সিরাজুল ইসলাম।
এর আগে, ২৭ মে গাবতলী উপজেলা বিএনপির সম্মেলনে জেলা মহিলাদলের যুগ্ম সম্পাদক সুরাইয়া জেরিন রনি তার বক্তব্যে প্রধানমন্ত্রীকে কটূক্তি করে কুরুচি পূর্ণ বক্তব্য রাখেন। এ বক্তব্যের পর থেকে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন প্রতিবাদ সভা, লাঠি মিছিল ও ঝাড়ু মিছিল করে। এছাড়া সুরাইয়া জেরিন রনিকে গ্রেপ্তারের দাবি জানানো হয়।
এ দিকে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে অশালীন বক্তব্য দেয়ার প্রতিবাদে শনিবার রাতে জেলা আওয়ামীলীগের প্রচার প্রকাশনা সম্পাদক সুলতান মাহমুদ খান রনি গাবতলী থানায় একটি অভিযোগ দায়ের করেন। তিনি দ্রুত বিএনপি নেত্রী সুরাইয়া জেরিনকে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবী জানান।
এনসিএন/এএ
