ডিসেম্বর ১, ২০২৫ ৭:৩৭ পূর্বাহ্ণ

‘সরকারী বরাদ্দের পাশাপাশি ইউনিয়নের রাজস্ব রাড়াতে হবে’

আবু সুফিয়ান শফিক
আবু সুফিয়ান শফিক। ছবি: এনসিএন

মঙ্গলবার বিকেলে পল্লীমঙ্গল স্কুলের হল রুমে বগুড়া সদরের শাখারিয়া ইউনিয়ন পরিষদের ২০২২-২০২৩ অর্থ বছরের উন্মুক্ত বাজেট সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামীলীগের নব-নির্বাচিত সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক।

তিনি বলেন, সততার সাথে ইউনিয়নের সকল উন্নয়ন কাজ করতে হবে। জনগনের সেবা নিশ্চত করতে পারলেই ভালবাসা অর্জন করা সম্ভব। সরকারী বরাদ্দের পাশাপাশি ইউনিয়নের রাজস্ব বাড়াতে হবে।

এদিন সভায় ১,৬৯,৯৯,৬০০ টাকা উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়। ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান প্রভাষক এনামুল হক রুমির সভাপতিত্বে বাজেট উপস্থাপন করেন ইউপি সচিব মশিউর রহমান মনি।

এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, জনতা ডিগ্রী কলেজের অধ্যক্ষ ইসমাইল হোসেন, বীর মুক্তি যোদ্ধা নুরুল ইসলাম, আলহাজ্ব বজলুর রহমান, ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আইয়ুব আলী সহ ইউপির সকল সদস্য-সদস্যা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print