ডিসেম্বর ১, ২০২৫ ১:০৮ অপরাহ্ণ

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় খালাস পেলেন ঠাকুরগাঁওয়ের ৩ সাংবাদিক

২০২১ সালে ঠাকুরগাঁও সদর হাসপাতালে বরাদ্দের বিপরীতে রোগীর খাবার পরিবেশনে অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশের জেরে ঠাকুরগাঁওয়ের তিন সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের কৃত মামলায় তাদের খালাস দিয়েছে আদালত। 

সোমবার (২০ জানুয়ারি) রংপুর জেলা ও দায়রা জজ, সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোতালেব হোসেন এ রায় দেন।

মামলায় খালাস প্রাপ্ত সাংবাদিকরা হলেন, একাত্তর টিভি ও ইত্তেফাক পত্রিকার জেলা প্রতিনিধি তানভীর হাসান তানু। নিউজ২৪ ও বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি আব্তুল লতিফ লিটু ও প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার রহিম শুভ।

বিষয়টি নিশ্চিত করে আসামি পক্ষের বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী আব্দুল্লাহ্ আল নোমান ও রংপুর জজ কোর্টের আইনজীবী ফাহিম আহম্মেদ বলেন, আসামিদের বিরুদ্ধে আনিত অভিযোগের বিরুদ্ধে কোন তথ্য ও প্রমানাদিত উপস্থিত না করতে পাড়ায় আসামিদের খালাস দিয়েছে আদালত। আমরা এ রায়ে খুশী। কারন ফ্যাসিস্ট সরকারের আমলে সাংবাদিকরা যেন সত্য তুলে দরতে না পারে তাদের কলমকে থামাতে এ আইনের অপব্যবহার করা হয়েছে। আমরা এ মামলাটি শুরু থেকে সাংবাদিকদের আইনি সহায়তা ও পরামর্শ দিয়ে আসছি রায়ে আমরা আনন্দিত।

উল্লেখ্য হাসপাতাল নিয়ে প্রকাশিত সংবাদটি ‘মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট এবং জনরোষ সৃষ্টিকারী ও মানহানিকর’ দাবি করে ২০২১ সালের জুলাইয়ে ঠাকুরগাঁও সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ নাদিরুল আজিজ বাদী হয়ে ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫(১)(ক) ২৫(১)(খ) ২৯(১)/৩১(১)/৩৫(১) ধারায় মামলাটি দায়ের করেন।

এ মামলায় সাংবাদিক তানভীর হাসান তানু‌কে গ্রেপ্তার করা হ‌লে দেশব্যাপী সাংবা‌দিকসহ সব মহলে ব্যপক প্রতিবাদ জানা‌নো হয়। প‌রে ২০ ঘণ্টার ব্যবধানে সাংবাদিক তানভীর হাসান তানু‌কে জা‌মিন দেন আদালত।

এর আগে, গত ৫ জুলাই অনলাইন সংবাদমাধ্যম জাগো নিউজে ঠাকুরগাঁও সদর হাসপাতালে করোনা ওয়ার্ডে রোগীদের খাবার নিয়ে ‘দিনে বরাদ্দ ৩০০ হলেও করোনা রোগীদের খাবার দেয়া হচ্ছে ৭০ টাকার!’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print