ডিসেম্বর ১, ২০২৫ ১২:৫৫ অপরাহ্ণ

বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটি ‘কাকিনা স্টেশনে’ স্টপেজের দাবিতে বিক্ষোভ

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনা রেলওয়ে স্টেশনে বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের স্টপেজ দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে এলাকাবাসী।

সোমবার (২৭ জানুয়ারি) বেলা ১২টার দিকে দুই ঘন্টা ব্যাপী কাকিনা রেল স্টেশনে এই বিক্ষোভ  কর্মসূচি পালন করেন স্থানীয়রা। এতে স্থানীয় সর্বস্তরের মানুষ অংশ নেন।

জানাগেছে, লালমনিরহাটে দীর্ঘ প্রতীক্ষার পর বুড়িমারী-ঢাকা রেলরুটে গত বছরের ১২ মার্চ বুড়িমারী রেলস্টেশন থেকে যাত্রা শুরু করেছে আন্তঃনগর ট্রেন ‘বুড়িমারী এক্সপ্রেস’। উদ্বোধনের ৯ মাস পেরিয়ে গেলেও বুড়িমারী রেলস্টেশন থেকে ঢাকা রুটের ট্রেনটি চলাচল করে না। উদ্বোধনের পর থেকেই লালমনিরহাট রেলস্টেশন থেকে ঢাকার রুটে চলাচল করে। হাতীবান্ধা উপজেলার বুড়িমারী রেলস্টেশন থেকে ঢাকা রুটের ট্রেনটি চলাচলের দাবি জানান স্থানীয়রা। সেই দাবির প্রেক্ষিতে আগামী ১৫ ফেব্রুয়ারি ট্রেনটি বুড়িমারী থেকে ঢাকার রুটে চলাচল করবে। বুড়িমারী এক্সপ্রেস

স্থানীয় বাসিন্দা দুলু বলেন, আমরা চাই বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটি কাকিনা রেলস্টেশন স্টপেজের দিতে পারে সেজন্য আমরা অন্তবর্তী সরকারের কাছে দাবি জানাচ্ছি একটি স্মারকলিপি দিয়েছি।

ট্রেনটির কাকিনা স্টেশনে স্টপেজ না থাকলে স্থানীয় যাত্রীদের আদিতমারী স্টেশনে গিয়ে ট্রেন ধরতে হবে। তারা দাবি করে ট্রেনটির স্টপেজ  দিলে কালীগঞ্জ উপজেলার ৮ ইউনিয়নের জনসাধারণ উপকৃত হবে। এতে সরকারের রাজস্বও বাড়বে। ইতিমধ্যে ট্রেনের স্টপেজের জন্য এলাকার ব্যবসায়ী ও জনসাধারণ গণস্বাক্ষর করে পশ্চিমা রেলওয়ের মহাব্যবস্থাপক (জিএম) মামুনুল ইসলামের কাছে আবেদন করেছেন।

পশ্চিমা রেলওয়ের মহাব্যবস্থাপক (জিএম) মামুনুল ইসলাম জানান, আমরা বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটি বুড়িমারী থেকে কাকিনা রেল স্টেশন জেন স্টপেজের দিতে পারে এ ব্যাপারে আমি উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করবো।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print