ডিসেম্বর ১, ২০২৫ ১২:৩৮ অপরাহ্ণ

ইসির নিবন্ধন পেল বিডিপি, মার্কা ফুলকপি

নতুন রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনের নিবন্ধন পেয়েছে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি।

রোববার নির্বাচন কমিশনের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়। নতুন নিবন্ধন পাওয়া দলটির প্রতীক ফুলকপি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রিট পিটিশন নম্বর- ৬৪৩১/২০২৩ এর বিগত ১২ ডিসেম্বর, ২০২৪ তারিখের রায় ও আদেশের পরিপ্রেক্ষিতে গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ, ১৯৭২–এর বিধান অনুযায়ী বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টিকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ নির্বাচন কমিশন রাজনৈতিক দল হিসাবে নিবন্ধন করেছে। দলটির জন্য ফুলকপি প্রতীক সংরক্ষণ করা হয়েছে।

নতুন দলটি নিবন্ধন পাওয়ায় দেশে এ নিয়ে মোট নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা হলো ৫৪।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির প্রধান কার্যালয় পুরানা পল্টনের রিসোর্সফুল পল্টন সিটিতে।

নির্বাচন কমিশন বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টিকে (বিডিপি) নিবন্ধন না দেওয়ায় হাই কোর্টে রিট আবেদনটি করেছিলেন দলটির চেয়ারম্যান এ কে এম আনোয়ারুল ইসলাম।

গত ১২ ডিসেম্বর রায় ঘেষণার পর দলটির চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম বলেছিলেন, ২০২৩ সালের ২৫ মে তারা নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে হাই কোর্টে রিট আবেদন করেন।

“হাই কোর্ট আমাদের রাজনৈতিক দল হিসেবে কেন নিবন্ধন দেওয়া হবে না, তা জানতে চেয়ে ২০২৩ সালের ২৩ জুন রুল জারি করে হাই কোর্ট। শুনানি শেষে বিডিপিকে নিবন্ধন দেওয়ার পক্ষে রায় দিয়েছেন।”

এর আগে ২০২২ সালের ২৬ অক্টোবর রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনে নিবন্ধনের জন্য আবেদন করে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি। কিন্তু ১০ এপ্রিল ২০২৩ সালে নির্বাচন কমিশন তাদের আবেদন নামঞ্জুর করে।

ছাত্র-জনতার প্রবল আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর এবি পার্টি, নুরুল হক নুরের গণঅধিকার পরিষদ (জিওপি), মাহমুদুর রহমানের নাগরিক ঐক্য এবং গণসংহতি আন্দোলনকে নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন।

এএমএম নাসির উদ্দিন নেতৃত্বাধীন ইসি দায়িত্ব নেওয়ার পর আদালতের আদেশে বিডিপি নিবন্ধন পেল।

ত্রয়োদশ সংসদ নির্বাচনের আগে নতুন দলের নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করার কথা রয়েছে বর্তমান ইসির।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print